![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাস তার গতিপথ ঠিকই একদিন খুজে নেয়। কালের বিবর্তনে সব হারালেও ইতিহাস হারায় না। আমি মনে করি ফেসবুক আপাতত বন্ধ রেখে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারুণ্যের আবেগ দিয়ে বিষয়টি বিবেচনা না করাই ভালো। এখন সময় আবেগ নিয়ন্ত্রণ করে পরিস্থিতি পর্যবেক্ষণের। কোনোভাবেই ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। উত্তেজনার তো প্রশ্নই ওঠে না। আমরা রায় পেয়েছি। এখন অপেক্ষা সেই রায় বাস্তবায়নের। স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন তেমনি এই রায় কার্যকর করাটাও কঠিন হবে বলেই মনে হচ্ছে। মনে রাখতে হবে ৪২ বছর কম সময় তো নয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
কাঠুরে বলেছেন: কথাখান ভাই সত্য কয়াছেন,
ইতিহাস তার গতিপথ ঠিকই একদিন খুজে নেয়।
এবং ভবিষ্যতেও নেবে।