![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলিভিশনে বিভিন্ন সময় বেশ কিছু প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকার দুর্ভাগ্য (!) আমার হয়েছে। অভিজ্ঞতা ভয়ঙ্কর! সন্দেহ নেই এটি একটি পরিশ্রমসাধ্য কাজ। সেই পরিশ্রম চর্তুগুণ বেড়ে যায় আর্টিস্টের সময় জ্ঞান, অ্যাঙ্করের উচ্চারণ জ্ঞান, বাজেট এবং সময় না থাকার কারণে। এ যেন উলুবনে মুক্তো ছড়ানো। তারপরেও করতে হয়ে। করিও। ‘শারদীয় উৎসবে’ তেমনই একটি প্রোগ্রাম। দুর্গাপূজার জন্য করা। আজ রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। একদিনের ঈদের জন্য পাঁচদিনের প্রোগ্রাম। পাঁচদিনের পূজার জন্য ১ ঘণ্টার প্রোগ্রামÑএটাই বা কম কী! তাও আবার রাত সাড়ে এগারোটায়। তারপরও এনটিভিকে ধন্যবাদ। ধন্যবাদ অনুষ্ঠানের প্রযোজক হাসান ভাইকে। তার শ্রম ছাড়া অনুষ্ঠানটির নির্মাণ কখনও সম্ভব ছিল না। জানি অসম্ভবকে সম্ভব করা তার কাজ নয়, তবে একটু চেষ্টা করলে দেশের টিভি চ্যানেলগুলো বোধহয় শুধুমাত্র দশমীর দিন ১ ঘণ্টার জন্য দুর্গাপূজার নামেমাত্র একটি অনুষ্ঠানÑএই চর্চা থেকে বেড়িয়ে আসতে পারে। আরেকটি বিষয়, দশমী কিন্তু আনন্দ বা উৎসবের দিন নয়। সবাইকে বিজয়ার শুভেচ্ছা।
২| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৫
সুমন ঘোষ বলেছেন: শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাকে ও সকল ব্লগারদের।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২
সাদা রং- বলেছেন: দারুন একটা অনুষ্ঠান।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭
শায়মা বলেছেন: এই অনুষ্ঠান নিয়ে যাই বলো না কেনো ভাইয়া, ছোট থেকেই আমি অধীর আগ্রহে এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করি।ভীষন ভালো লাগে! আর এই ছবি দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে !!!
অনেক অনেক শুভকামনা।