নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহতাসিম তকীর বাংলা ব্লগ

মুহ্‌তাসিম তকী

আমি ক্লান্ত প্রাণ এক!

মুহ্‌তাসিম তকী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বৃষ্টি

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৫৬


প্রিয় বৃষ্টি!
তুমি বড্ড বেশি গোলমেলে।
আমার শত কাঠখড় পোড়ানো ব্যস্ত দিনের শেষে!
একরাশ অভিমান ভরা রাতটাও তুমি ছেড়ে কথা বলো না!
ঠিক মনে পড়িয়ে দাও,
প্রথম কৈশোরে ঠিক কবে,
কোন ক্ষণে চুমু একেঁছি প্রেমিকার বাম গালে।
কবে হাতের কবজিতে চাপ দিয়েই বলে দিয়েছি ভালোবাসি।
বৃষ্টি!তুমি বড্ড বেশি গোলমেলে!
এক তুমুল ঝগড়ার রাতে দুম করে মনে করিয়ে দ্যাও,
বুকের কতোটা পুড়লে ভালোবাসা ঘর বাঁধে!
তুমি এক শহর দূরত্বের অভিমান আরো বাড়িয়ে দাও হঠাৎ করেই!
আবার কখনোবা তোমার জলেই ভিজিয়ে দাও সব!ডুবিয়ে দাও ভালোবাসায়!
বৃষ্টি!তুমি বড্ড বেশিই গোলমেলে!
আমার প্রিয় শহরের হাতে হাত রাখা বিকেল!
চোখে চোখ রাখা সন্ধ্যা।
প্রথম ভুল বুঝে চলে যাওয়া!
মনে করাও সব কিছুই!
রিনঝিন শব্দে নস্টালজিক করো বারবার।
বৃষ্টি!তুমি বড্ড বেশি গোলমেলে!
তুমি ভুলতে দাও না কিছুই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

মিথী_মারজান বলেছেন: বৃষ্টির সাথে অশ্রুর খুব মিল।
তাই হয়ত: দু:খগুলো বেশি বেশি মনে পড়ে বৃষ্টিতে।

ভাল লাগা রইল।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪০

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ :)

২| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

জাহিদ অনিক বলেছেন:

সেই কবেই রবীন্দ্রনাথ বলে গেছেন,
বৃষ্টি মানব মনে প্রভাব ফেলে।


ভালোলাগলো বৃষ্টি কাব্য।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪১

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

শায়মা বলেছেন: বৃষ্টিতে কবিতা জন্ম নেয়! :)

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪১

মুহ্‌তাসিম তকী বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.