নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহতাসিম তকীর বাংলা ব্লগ

মুহ্‌তাসিম তকী

আমি ক্লান্ত প্রাণ এক!

মুহ্‌তাসিম তকী › বিস্তারিত পোস্টঃ

কাঁজল চোখ

২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:০৩


এই শহরের প্রতি বর্ষায় আমি প্রেমে পরি,
আমি প্রেমে পরি এক জোড়া কাজল চোখের।
ঠিক সন্ধ্যা বেলায় ঝুম বৃষ্টি হলে,
আমি দাঁড়িয়ে যাই নীল জানলায়।
আমায় অমন ভিজতে দেখে রেগে যাও তুমি,
ঠিক তখনি রাগ ভাঙ্গাতে হাতে তুলে নেই,
একজোড়া হলুদ কদম ফুল!
তোমার কাজল চোখ রাগ ভেঙ্গে লজ্জাবতী হয় ভালোবাসায়।
এই শহরের প্রতি বর্ষায় আমি প্রেমে পরি।
নীলা,
তোমার লাজুক চোখে তাকিয়ে,
এই শহরের প্রতি ধুলিকণায় আমি ভালোবাসার কাব্য সাজাই গভীর মমতায়।
প্রতি বর্ষায় আমি প্রেমে পরি।
প্রেমে পরি একজোড়া নিষ্পাপ কাজল চোখের,
যেই চোখ হাতে হাত রাখলেই প্রেমে পরে যায়।
চোখে চোখ রাখলেই ভোলে সব অভিমান!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: বেশ সুন্দর কবিতা, কিন্তু সে সৌন্দর্যের সাথে রয়েছে একটি অসৌন্দর্য- ভুল বানান। 'আঁখি'তে চন্দ্রবিন্দু হলেও, কাজলে হয়না। সুতরাং, আপনার কবিতায় 'কাঁজল'কে কাজল করে নেবেন আশা করি।
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর প্রেমের কবিতা।
অনেক ভাল লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১০

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

জাহিদ অনিক বলেছেন:

বৃষ্টির প্রেমে পড়ে যাওয়া কদমফুল হাতে দাঁড়িয়ে থাকা প্রেমিক হৃদয়ের কাব্য ভালো হয়েছে ।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:১৪

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.