![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ যেদিন ঢংঢং করে ঘন্টা বাজছিল,
মনে হচ্ছিল কি যেন নেই,
কি যেন একটা নেই!
কাছের বন্ধুগুলো কেঁদেছিলো খুব।
আমি সেদিন কিছুই বুঝে উঠিনি!
আজ স্কুল বারান্দায় পা ফেলে,
আমি ঠিক বুঝে গেছি!
এই স্কুল বারান্দার আমি,
আর আজকের আমিতে কতো বেশি তফাৎ!
স্কুলের বারান্দা ছেড়ে যাবার পর,
ঘন্টার প্রতি প্রতিধ্বনিতে বদলেছি আমি,
আমরা সবাই!
ঘন্টার প্রতি শব্দে শৈশব থেকে দূরে সরেছি আমরা।
ক্লাস না থাকায় ভুলে গেছি ক্লাস পালানোর রাজ্যজয়ী আনন্দ।
শেষ যেদিন ঘন্টা বেজেছিল,
আমি কিছুই বুঝে উঠিনি!
বুঝে উঠিনি,
প্রিয় শৈশব ছেড়ে যাচ্ছি!
শেষ বারের মতো!
আমার প্রিয় স্কুল বারান্দায়।।।
২| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩
নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর কবিতা । শৈশব কে সবসময় মিস করি ।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১১
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১১
মনিরা সুলতানা বলেছেন: প্রিয় শৈশব ছেড়ে যাচ্ছি!
শেষ বারের মতো!
আমার প্রিয় স্কুল বারান্দায়।
একদম সত্যি !!!
প্রিয় শৈশব কে স্কুলের বারান্দায় ফেলে এসছি ।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৩
মুহ্তাসিম তকী বলেছেন: জি!
৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। চিরদিনের জন্য ছেড়ে আসা সেই বিদ্যাপীঠের জন্য এখনও মনটা আনচান করে। ইশ্, যদি সেই দিনগুলি আবারও ফিরে পেতাম!
৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৮
মুহ্তাসিম তকী বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
রুরু বলেছেন: শৈশবের স্কুল মনে সারা জীবনই অম্লান থাকে।