![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় নীলা,
আজকাল আমি আর অভিমান ভাঙ্গাতে পারি না।
আমি বড্ড পুরোনো হয়ে গেছি।
আমার কথায় আমার কাব্যে আজকাল ঘুণ ধরে গেছে খুব।
তোমার প্রিয় অভিমান ভাঙ্গা কবিতা লিখতে গিয়ে আজ আমার ডায়েরিতে লেখা হয় এক দূরত্ব অভিমান কাব্য।
প্রিয় নীলা,
আজকাল এক ঘেঁয়ে হয়ে গেছি বেশ।
তোমার সাথে কাব্য আলাপে,
হাসাতে পারি না হুট করেই।
আমি আজকাল বড্ড বেশি সেকেলে!
তোমার প্রিয় সুখ কাব্য,
প্রিয় কবিতার খাতা,
প্রিয় নীল পাঞ্জাবী,
সব অভিমান নিয়ে বলে যায়,
আমি আজকাল বড্ড বেশি সেকেলে।
আমি আর অভিমান ভাঙ্গাতে পারিনা।
নিজের ওপর এক অসহ্য অভিমানে,
ভালোবাসার পংক্তিহীনতায়,
কাটে আমার সকাল, দুপুর,রাত!
আজকাল আমি বড্ড বেশি সেকেলে।
২| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
কবির আহমেদ (কবির) বলেছেন: ভালো লাগলো।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভাল লেগেছে।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০০
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা