নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহতাসিম তকীর বাংলা ব্লগ

মুহ্‌তাসিম তকী

আমি ক্লান্ত প্রাণ এক!

মুহ্‌তাসিম তকী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসনি বললে

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৩


তুমি ভালোবাসনি বললেই নেমে আসতো অন্ধকার।
তোমায় দেবো বলে খুব যত্নে তুলে রাখা ফুল গুলো শুকিয়ে যেত নিমেষেই।
বিচ্ছেদের এক কঠিন বেড়াজাল বেঁধে ফেলতো আমায়।
তুমি ভালোবাসনি বললেই,
আমার সব কিছুই এলোমেলো হতো!
কবিতার খাতা ভরে যেত অদ্ভুত সব পংক্তিতে!
বুকের বাম পাশ থেকে ভেসে আসতো
বিদায়ি পংক্তি মালায় এক করুণ ভায়োলিন।
তুমি ভালোবাসনি বললেই আমি ভেসে যেতাম।
আমি ক্রমেই দূরে সরে যেতাম আমার চেনা অস্তিত্ব ছেড়ে!
আমার একান্ত প্রিয় শহর অসস্তির প্রতীক হয়ে ভেসে আসতো চোখের সামনে।
আমাদের একান্ত প্রিয় ফুটপাত
উষ্ণ থেকে উষ্ণতম হয়ে উঠতো।
পুড়িয়ে দিত তোমার আমার একান্ত প্রিয় সব বিকেল,
প্রথম চোখে চোখ রাখা,
হাতে হাত ধরে পাড়ি দেয়া,
আমাদের সমস্ত কবিতা রজনী,
পুড়িয়ে দিত সমস্ত সুখ স্মৃতিই।
শুধু তুমি ভালোবাসনি বললেই,
বদলে যেত সব! তুমি ভালোবাসনি বললেই নেমে আসতো অন্ধকার।
তোমায় দেবো বলে খুব যত্নে তুলে রাখা ফুল গুলো শুকিয়ে যেত নিমেষেই।
বিচ্ছেদের এক কঠিন বেড়াজাল বেঁধে ফেলতো আমায়।
তুমি ভালোবাসনি বললেই,
আমার সব কিছুই এলোমেলো হতো!
কবিতার খাতা ভরে যেত অদ্ভুত সব পংক্তিতে!
বুকের বাম পাশ থেকে ভেসে আসতো
বিদায়ি পংক্তি মালায় এক করুণ ভায়োলিন।
তুমি ভালোবাসনি বললেই আমি ভেসে যেতাম।
আমি ক্রমেই দূরে সরে যেতাম আমার চেনা অস্তিত্ব ছেড়ে!
আমার একান্ত প্রিয় শহর অসস্তির প্রতীক হয়ে ভেসে আসতো চোখের সামনে।
আমাদের একান্ত প্রিয় ফুটপাত
উষ্ণ থেকে উষ্ণতম হয়ে উঠতো।
পুড়িয়ে দিত তোমার আমার একান্ত প্রিয় সব বিকেল,
প্রথম চোখে চোখ রাখা,
হাতে হাত ধরে পাড়ি দেয়া,
আমাদের সমস্ত কবিতা রজনী,
পুড়িয়ে দিত সমস্ত সুখ স্মৃতিই।
শুধু তুমি ভালোবাসনি বললেই,
বদলে যেত সব!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: দশে দুই দিলাম।
এর বেশি সম্ভব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.