![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন এস্টাব্লিস না হওয়া ছেলেটার জন্য তুমি কাঁদবে।
তোমার দামী চাকুরে বর ক্লান্ত হয়ে হয়ে ফিরে,
হুইস্কির পেগে চুমুক দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে যাবে।
তুমি সেদিন খুব কাঁদবে।
মনে পরে যাবে,
তোমার সাথে কথা বলার জন্য রাতভর জেগে থাকতো যে ছেলেটা,
তোমার বিয়ের সময় এসে গেলে,
একটা বড় চাকুরি নেই বলে,
দুম করে হাত ছেড়ে এসেছিলে তার।
সেই রাতে স্পর্শ গুলো খুব মনে পরে যাবে।
একদিন ফুটফুটে একটা মেয়ে হবে।
ঠিক তোমারি মতো!
বেকার ছেলেটাকে হুট করে মনে হলে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরবে।
আস্তে আস্তে বিস্মৃত হবে সব!
সংসারের টানাপোড়নে ডুবে যাবে তুমি।
তোমার মেয়ের জীবনে প্রেম এলে,
তুমি উদ্বিগ্ন হবে।
কার না কার ছেলে!
আমার মেয়েটার মাথা খেয়ে নিল!
বড় চাকুরে ছেলে খুঁজবে তার জন্য।
ভুলে যাবে,একদিন গভীর আবেগে সেই বেকার ছেলেটাকে বলেছিলে,
শুনো!আমরা কিন্তু আমাদের মেয়ের খুব বন্ধু হবো।
ও যাকে ভালোবাসবে তার সাথেই ওর বিয়ে দেবো!
তুমি ভুলে যাবে সব!
প্রেমিকা থেকে মা হয়ে তুমি মেয়ের জন্য উদ্ভিগ্ন হবে।
ভুলে যাবে ভালোবাসা,
তোমার বহুরাত জুড়ে চাপা আর্তনাদ।
ভালোবাসা না পেয়ে মেয়েটারও যে এমনি হবে,
তা আর ভাবা হবে না তোমার।
তুমি বড় চাকুরে একটা ছেলে খুঁজবে মেয়ের জন্য।
মেয়ে কে ভালোবেসে হত্যা করবে আর একটা ভালোবাসা,
একটা ভালোবাসায় ভরা সংসার সম্ভবনা।
তুমি ভুলে যাবে সব!
মেয়ের জন্য খুঁজে আনবে,
খুব বড় চাকুরে একটা ছেলে।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেবার জন্য
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
খায়রুল আহসান বলেছেন: এস্টাবলিশড না হওয়া ছেলেটার জন্য খুব মায়া হচ্ছে।
কবিতায় নিবিড় আবেগের অভিব্যক্তি স্পর্শ করেছে।
কিন্তু কবিতাটি রিপিট হয়েছে, একটু সম্পাদনা করে নিন।
কবিতায় ভাল লাগা + +
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেবার জন্য
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
মরুসিংহ বলেছেন: +++
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
অভিশাপ? অভিশাপ কাজ করে বলে মনে হয় না
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
মুহ্তাসিম তকী বলেছেন: অভিশাপ না ভাই
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৭
চানাচুর বলেছেন: প্রথম অংশটুকুর জন্য বলছি, রাত জেগে বসে থাকা বেকার ছেলেটার সাথে বিয়ে হলেও পরবর্তীতে সে যে দামী চাকুরে বরের মত আচরণ করবেনা তার কি কোন নিশ্চয়তা আছে!
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
করুণাধারা বলেছেন: দুবার এসে গেছে।
ভাল লাগল। +++