![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রেমের শহরে
ঘড়ির কাঁটাগুলো দ্রুতবেগে চলে।
পায়ে লেপ্টে যাওয়া ধুলিকণা বয়ে নিয়ে,
ফিরে চলি দূরের পথে।
আমার সময় ঘড়ি,
এক মায়াবী আঁচলে বাঁধা পড়ে,
থমকে দাঁড়ায়।
প্রেমিকার শহর ছেড়ে বেরিয়ে পড়ি আমি,
সময় আটকে যায় নীলার কাঁজল চোখে।
নীলা,
আমার শতজন্ম প্রেমিকা,
তুমি জেনে নিও,
তোমার শহরেই আমি বেঁচে ফিরি।
বাকিটা সময় আমার দেহে আর প্রাণ থাকে না!
তোমার মায়াবী আঁচলে বাঁধা পড়ে,
আমার বেঁচে থাকার সমস্ত সময়।
আমার প্রেমের শহরে,
ঘড়ির কাঁটাগুলো দ্রুতবেগে চলে।
তাই,
আজকাল আমার বেঁচে থাকার সময়,
খুব সীমিত! খুব!
ঠিক যেন চোখের পলক ফেলবার মতো।
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৫১
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭
কামরুননাহার কলি বলেছেন: আপনার প্রেমের শহর কি আলাদা ভাইয়া?
০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
মুহ্তাসিম তকী বলেছেন: জি
৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে।