![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাকেই খুঁজেছি।
স্থবিরতার এই শহরে,
ক্লান্তি আর মনের অগোচরে আমি তোমাকেই খুঁজেছি।
তোমাকেই ভালোবেসেছি।
তোমার আড়ষ্ট ঠোঁটে ঠোঁট রাখবো বলে,
তোমার কাজল চোখে চোখ রাখবো বলে,
আমি ফিরে যেতে চাই বারবার।
নীলা,
এই স্থবির শহর আমায় বাড়ি ফিরতে দেয় না।
এই শহরের প্রতি ক্লান্তিক্ষণে,
আমি শুধু তোমাকেই খুঁজে গেছি।
শুধু তোমাকেই ভালোবেসেছি।আমি তোমাকেই খুঁজেছি।
স্থবিরতার এই শহরে,
ক্লান্তি আর মনের অগোচরে আমি তোমাকেই খুঁজেছি।
তোমাকেই ভালোবেসেছি।
তোমার আড়ষ্ট ঠোঁটে ঠোঁট রাখবো বলে,
তোমার কাজল চোখে চোখ রাখবো বলে,
আমি ফিরে যেতে চাই বারবার।
নীলা,
এই স্থবির শহর আমায় বাড়ি ফিরতে দেয় না।
এই শহরের প্রতি ক্লান্তিক্ষণে,
আমি শুধু তোমাকেই খুঁজে গেছি।
শুধু তোমাকেই ভালোবেসেছি।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৪
মুহ্তাসিম তকী বলেছেন: আড়ষ্ট হবে।ধন্যবাদ
২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫১
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালই লাগল। আরষ্ঠ মানে কী? এটা কি আড়ষ্ট হবে?