![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলা,
তুমি মায়াবী হাতে সজিয়ে যাও আমাদের সংসার।
তোমার কপালে নীল টিপ পরিয়ে
আমি বুনে দেবো ভালোবাসা।
তোমার চোখে চোখ রাখতে পারলেই আমি খুশি!
তোমার আমার টোনাটুনির সংসারে,
আমার সমস্ত পরিশ্রমের টাকায়,
মাসের বাজারটা করে দিতে পারলেই,
এ জগতে আমার চেয়ে সুখী আর একজনও হবে না।
নীলা,
তুমি!শুধু তুমি আপন পরশে
সংসার সাজাও আমার।
বাজারের ফর্দে ভুল করলে,
খুব করে বকে দাও।
আমার আর কিছুই চাইবার নেই।
তোমার শাড়ির আঁচলে,
আমাদের ছোট্ট ঘরের চাবি গুঁজে দিয়ে।
সমস্ত সাংসারিক আলাপে,
আমি খুঁজে ফিরতে চাই ভালোবাসা।
একটা ঘোর ক্লান্তিময় দিনের শেষে,
আমি তোমার চোখেই চোখ রাখবো,
তোমার এলো চুলের খোঁপায় বেঁধে দেবো গোলাপ।
চুপিচুপি বলে দেবো,
ভালোবাসি!
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৪
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ লিখেছেন তো! লাইক ইট।
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৪
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রকাশভঙ্গী ভালো।
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৫
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৫
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:১০
Sazzad Sadi বলেছেন: অসাধারণ