![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় নীলা,
আজকাল এই ব্যস্ত দিনে,
আমার আর কিচ্ছু ভালো লাগে না।
বিকেল গুলো কবিতাময় হয় না বহুদিন।
আজকাল বিকেল হলে,
ক্লান্ত বেশে ঘরে ফিরি।
আমি ঘরে ফিরি ভয়ানক ব্যস্ততার শহর মাড়িয়ে।
যে শহরে তোমার কোন গন্ধ নেই।
সেই শহরে,
আমার আর কিচ্ছু ভালো লাগে না।
এক বৃষ্টি ভেজা রাতে বাড়ি ফিরতে ফিরতে,
নিজেকে একলা লাগে ভীষণ।
আমি অপেক্ষায় থাকি এক কবিতাময় বিকেলের।
একদিন তোমার স্পর্শে ভুলে যাব সব!
মুছে ফেলবো ক্লান্তি।
তোমার কেশপ্লবে লিখে দেবো কবিতা।
হাতের কব্জিতে চাপ দিয়ে
ভুলে যাব সমস্ত অভিমান।
আজকাল এই ব্যস্ত দিনে,
আমার আর কিচ্ছু ভালো লাগে না নীলা।
দেখেনিও,
একদিন সত্যিই বদলে যাবে সব!
এক নিঃসঙ্গ বৃষ্টিময় রাতের শেষে,
আমি চলে আসবো তোমার শহরে।
ভুলে যাব সমস্ত ব্যস্ততা।
অভিমানের সমস্ত ডায়েরি পুড়িয়ে,
আবারো একটা বিকেল আসবে,
তোমার-আমার একান্ত কবিতাময় বিকেল।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৪৮
সাগর কর্মকার বলেছেন: নীলার ডায়রীতে সেভ করে রাখলাম তাহলে, ধন্যবাদ দাদা ।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৮
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২৪
অবলাল রশ্নি বলেছেন: অসাধারণ ভাই অসাধারণ
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৬
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+++
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৭
কাওসার চৌধুরী বলেছেন:
চমৎকার রুমান্টিক কবিতা।
২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪
নীল মনি বলেছেন: নীলার ভীষণ ভালো লেগেছে কবিতাটি
শুভ কামনা রইল।