![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চোখে মন খারাপ দেখে,
আমি তাকাতে পারি না।
তোমায় একটু দেখবো বলে ছুটে এসেছি নীলা,
আমি সমস্তবাঁধা ভেঙ্গে ছুটে এসেছি প্রিয় শহরে।
না,রিক্সার বাম পাশটা খালিই থেকে গেছে।
শুধু তোমার চলার পথ ধরে,
ছুটে গেছি অবিরাম।
আমায় দূর থেকে দেখে দেয়া তোমার হাসিটা অনেক কিছুই বলে দেয়।
তুমি মুখ জুড়ে হেসেছো,
কিন্তু ওই সুন্দর চোখ জোড়া লুকাবে কোথায় পাগলী?
সমস্ত অবয়ব ছাপিয়ে,তোমার ওই চোখ,
আমায় খুব করে বলে দিয়েছে,
তুমি ভালো নেই।
নীলা,আজ সারাটাদিন তোমার চোখে চোখ রাখতে চেয়েছি।
তোমায় প্রান ভরে দেখবো বলে,
পাগলের মতো ছুটেছি প্রিয় শহরের অলিগলি।
আমি চোখে চোখ রাখতে পারিনি।
পারিনি এতো কাছে এসেও প্রান ভরে দেখতে।
তোমায় একবার ছুঁতে চাওয়া আঙুল গুলো,
হঠাতি বিদ্রোহ করে সব কিছুতে।
আমি তাকিয়ে থাকতে গিয়েও পারিনি।
একটা চাপা কষ্টে চোখ নেমে এসেছে বারবার।
তোমার চোখে মন খারাপ দেখে,
আমি তাকাতে পারি না।
তোমার কালো চোখ,
আমায় খুব করে নালিশ করেছে।
তুমি ভালো নেই। তোমার চোখে মন খারাপ দেখে,
আমি তাকাতে পারি না।
তোমায় একটু দেখবো বলে ছুটে এসেছি নীলা,
আমি সমস্তবাঁধা ভেঙ্গে ছুটে এসেছি প্রিয় শহরে।
না,রিক্সার বাম পাশটা খালিই থেকে গেছে।
শুধু তোমার চলার পথ ধরে,
ছুটে গেছি অবিরাম।
আমায় দূর থেকে দেখে দেয়া তোমার হাসিটা অনেক কিছুই বলে দেয়।
তুমি মুখ জুড়ে হেসেছো,
কিন্তু ওই সুন্দর চোখ জোড়া লুকাবে কোথায় পাগলী?
সমস্ত অবয়ব ছাপিয়ে,তোমার ওই চোখ,
আমায় খুব করে বলে দিয়েছে,
তুমি ভালো নেই।
নীলা,আজ সারাটাদিন তোমার চোখে চোখ রাখতে চেয়েছি।
তোমায় প্রান ভরে দেখবো বলে,
পাগলের মতো ছুটেছি প্রিয় শহরের অলিগলি।
আমি চোখে চোখ রাখতে পারিনি।
পারিনি এতো কাছে এসেও প্রান ভরে দেখতে।
তোমায় একবার ছুঁতে চাওয়া আঙুল গুলো,
হঠাতি বিদ্রোহ করে সব কিছুতে।
আমি তাকিয়ে থাকতে গিয়েও পারিনি।
একটা চাপা কষ্টে চোখ নেমে এসেছে বারবার।
তোমার চোখে মন খারাপ দেখে,
আমি তাকাতে পারি না।
তোমার কালো চোখ,
আমায় খুব করে নালিশ করেছে।
তুমি ভালো নেই।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩
আবির আহমেদ খান বলেছেন: চোখ, আর মুখ দুটোকে একসাথে কণ্ট্রোল করা যায় না!
প্রিয় মানুষগুলোর মিথ্যে হাসির আড়ালে চোখের ভাষাটাও বুঝিয়ে দেয় তারা ভালো নেই!
ভাল থাকুক মানুষগুলো!
ভালো লিখেছেন!
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা। আপনার প্রতি শুভ কামনা।
২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩২
মুহ্তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর কবিতা, অভিন্দন।