![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলা,
তোমার চোখে চেয়ে কবিতা লেখার দিন আমি আর হারাতে চাই না।
যে নীল চোখে ডুবে গেছি বার বার,
সে চোখের অতল নীলেই হোক শেষ সমাধি আমার।
হ্যাঁ আমি তোমার অদ্ভুত ওই নীল চোখ জোড়াতেই ডুবে থাকতে চাই,
ডুবে থাকতে চাই আমৃত্যু।
আমি তোমাকেই লিখে যেতে চাই বার বার।
তোমার কাঁজল চোখ,
কেশপল্লব এভাবেই হয়ে থাক আমার কবিতার খাতা।
হয়ে থাক শত মাইল দূরের ইট কাঠের শহরে,
বেঁচে থাকার এক মাত্র অনুপ্রেরণা!
আমি তোমাকেই লিখে যেতে চাই।
শুধু তোমাকেই লিখে যেতে চাই,
নানা ক্ষণে, নানান রং এ,আর নানান বর্ণে,
ডুবে যেটে চাই তোমাতে।
নীলা,
তোমার চোখে চেয়ে কবিতা লেখার দিন আমি আর হারাতে চাই না।
আমি আমৃত্যু তোমাকেই লিখে যেতে চাই।
২| ১৬ ই মে, ২০১৮ ভোর ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাঁ লিখে জানা নাতো করি নাই।
৩| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:১২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: অনেক সুন্দর একটি প্রেমের কবিতা। পড়ে ভালো লাগলো।
৪| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৫| ১৭ ই মে, ২০১৮ ভোর ৪:২৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর একটা কবিতা ।ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৮ রাত ২:৩৩
আকতার১২৩৪ বলেছেন: হুম,,,অসাধারণ লেখছেন।