![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন নিস্তব্ধতা ভেদ করে
চলে আসবো প্রিয় প্রান্তরে।
প্রিয় কবিতায় জানিয়ে দেবো ভালোবাসি।
তোমার নিঃসঙ্গ বিকেল
ভরিয়ে দেবো চা আলাপনে।
একদিন জ্যোৎস্না রাত জুড়ে,
কবিতার আসর সাজাবো।
তোমার এলো চুলের ঘ্রাণে
বইয়ে দেবো সুখের স্নিগ্ধ বাতাস।
আমি একদিন ঠিক চলে আসবো।
প্রিয় রাজপথ জুড়ে হেঁটে যাব একসাথে।
কোন মায়াবী নদীজুড়ে,
তোমার নৌকার মাঝি হবো আমি।
একদিন সমস্ত শূন্যতা ভরিয়ে দেবো ভালোবাসায়।
তোমার মন খারাপের প্রহরে
এনে দেবো সুখের আগমনী বার্তা।
সমস্ত ব্যস্ততাকে ছুটি দিয়ে
আমি ফিরে আসবো।
আমি ফিরে আসবো,
তোমার কাজল চোখ,
তোমার মায়াবী ললাট জুড়ে।
সবার চোখ রাঙানি উপেক্ষা করে,
তোমায় নিয়ে ভিজে যাব ভালোবাসাময় বৃষ্টিতে।
একদিন
সমস্ত নিস্তব্ধতা,নিঃসঙ্গতা ভেদ করে,
চলে আসবো তোমার মায়াবী জমিনে।
২| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৪:৫৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আপনি একজন আশাবাদী কবি। ভালই লিখেছেন। লিখতে থাকেন।
৩| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৭:৫২
আকিব হাসান জাভেদ বলেছেন: প্রদীপ।।
ভালোবাসার আশ্বাস পূরণ হউক
সকল সুখের আলোয়
যেদিন দেখবে আকাশে নেই তারা
সেই দিন
তোমার ঘরে জ্বলবে প্রদীপ।
৪| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৮ রাত ১:৫০
যাযাবর চখা বলেছেন: আশ্বাসের কবিতা। ভালো হয়েছে ভাই।