নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.loveblogbd.tk

তারেক ভূঁঞা

আমি তারেক ভূঁঞা,বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার বেল্টা গ্রামে ১৯৯৩ সালের ৩১ ডিসেম্বার আমার জন্ম।গ্রামরে উন্মুক্ত আলো বাতাসেই বড় হয়েছি। স্থানীয় প্রাইমারী স্কুল, হাই স্কুলেই লেখা পড়া,আই টি আর কম্পিউটারের দিকে ছোট বেলা থেকেই আগ্রহী ছিলাম। তাই মনের আনন্দেই ব্লগিং,ইন্টারনেট ব্রাউজিং,গ্রাফিক্স ডিজাইনিং এর পেছনে সময় ব্যয় করি

তারেক ভূঁঞা › বিস্তারিত পোস্টঃ

কাউকে বলিনি... আমি একটা সমুদ্র গড়ছি।

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৫২


কাউকে বলিনি...
আমি একটা সমুদ্র গড়ছি।
একটু একটু করে,
অনেকটা হয়ে গিয়েছিলো খোঁড়া।
ভেবেছিলাম তোকে একদিন দেখাতে নিয়ে যাব।
সে সমুদ্রের মাঝখানে,
ঠিক মাঝখানে নয় অবশ্য
একটা দ্বীপও ছিল।
ভেবেছিলাম একদিন তোকে ওই দ্বীপেও নিয়ে যাব।
আমার সমুদ্রে জলের অভাব হবে না
নীল জল সাদা ঢেউ
আর গাঙচিল জোগাড় হয়ে যাবে।
বিশ্বাস কর,
আমি খুব বেশীদিন বাঁচতে চাইনি
মাত্র একটা দিন,
একটা অস্তমিত সন্ধ্যা পর্যন্ত ।
যেদিন সেই সমুদ্রের এলোমেলো বাতাসে
তোর কয়েকটা ভেজা চুল,
অবাধ্যের মত ঠোঁট ছুঁবে বারবার ।
উন্মত্ত ঝাপাঝাপি কিংবা ডুব দেয়া নয়,
শুধু দু জোড়া পা ভিজাবে অবাধ্য ঢেউ।
আর তুই উড়ে যাবি রুমালির মতো ডানা মেলে,
বাতাসের শো শো শব্দের সাথে মিতালী হবে তোর চুড়ির...
আর আমি কোটি চোখ ফাঁকি দিয়ে
নিরুদ্দেশ হবো তোর চোখে।
শুধু ঈশ্বরকে ধন্যবাদ দেব,
বেঁচে থাকার স্বাদ দেওয়ার জন্য ।
তোকে দেব অভিশাপ,
বাঁচতে শেখানোর জন্য ।
একবার, জীবনে মাত্র একবার ।
তারপর আমার আর না বাঁচলেও চলবে ।

সেই সমুদ্রের আকাশ জোগাড় করতে পারিনি
রোদেলা নীল আকাশ, সাদা মেঘ
আর রাত্তিরে জোছনা......
জোগাড় হলেই তোকে একদিন নিয়ে যাব

(কাল্পনিক)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৪১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাবটা ভাল কিন্তু সাজিয়ে লিখতে পারনি

২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৪

তারেক ভূঁঞা বলেছেন: ভাইয়া লিখতে চেষ্টা করতেছি আরকি,আগামিতে আরো ভালো করার চেষ্টা করবো
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৯

সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক ভালো লাগলো

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০১

তারেক ভূঁঞা বলেছেন: ভালো লেগেছে জেনে সত্যি খুব খুশি হলাম।
অনেক ধন্যবাদ ভালো লাগা প্রকাশ করার জন্য।

৩| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

৪| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

তারেক ভূঁঞা বলেছেন: ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম।
ধন্যবাদ।

৫| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

তপোবণ বলেছেন: লেখার বিষয়টা এত্ব ভাল লেগেছে যে কি বলব! শুধু গাঁথুনিটা ঠিক যেন কোথাও একটু আলগা লাগছে। তবুও দারুন ভাললাগার কবিতা এটা।

২৭ শে মে, ২০১৬ রাত ৮:২১

তারেক ভূঁঞা বলেছেন: মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ।

৬| ২৭ শে মে, ২০১৬ রাত ১১:১২

বিজন রয় বলেছেন: অনেক চমৎকার।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.