নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.loveblogbd.tk

তারেক ভূঁঞা

আমি তারেক ভূঁঞা,বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার বেল্টা গ্রামে ১৯৯৩ সালের ৩১ ডিসেম্বার আমার জন্ম।গ্রামরে উন্মুক্ত আলো বাতাসেই বড় হয়েছি। স্থানীয় প্রাইমারী স্কুল, হাই স্কুলেই লেখা পড়া,আই টি আর কম্পিউটারের দিকে ছোট বেলা থেকেই আগ্রহী ছিলাম। তাই মনের আনন্দেই ব্লগিং,ইন্টারনেট ব্রাউজিং,গ্রাফিক্স ডিজাইনিং এর পেছনে সময় ব্যয় করি

সকল পোস্টঃ

ম্যাগাজিনের ধুম

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭

হঠাৎ দেখি পড়ে গেছে
ম্যাগাজিনের ধুম ।
কি যে লিখব ভাবছি বসে
নাইকো চোখে ঘুম ।

সকাল বেলা শুরু হয়
কলেজ যাওয়ার পালা,
একটার পরে ক্ষুধার চোটে
পেটে ধরে জালা ।

সন্ধ্যা হলে পোড়তে হবে
নাইকো কোন ভুল,
কখন...

মন্তব্য২ টি রেটিং+০

.......অভিমান

২৮ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৮


পাগলি আমার গাল ফুলিয়ে
থাকবি কতকাল!
গুমোট আকাশ, মেঘ তাড়িয়ে
দিলাম গতকাল।

তাও দেখি তোর রাগ কমেনি
মন হয়নি ভালো,
আকাশটাও খুব ভাব ধরেছে
নীল হবেনা, কালো।

পাগলি রে তুই মন থেকে
ঐ গুমোট ভাবটা সরা,
মেঘকে আগেই বলে...

মন্তব্য১৫ টি রেটিং+০

নীল জোছনা কুড়িয়ে এলেম তোর-ই উঠোনটায়

২৭ শে মে, ২০১৬ রাত ৯:৫৯


নীল জোছনা কুড়িয়ে এলেম
তোর-ই উঠোনটায় ,
দরজা খুলে আয় বেরিয়ে
ভিজবি জোছনায় ।
ইচ্ছে যত তোর-ই মনে
নীল জোছনায় কিনে
তোর আকাশে জোছনা রঙে
স্বপ্ন দেব বুনে ।
কল্পলোকের গল্প যত
হয়নি আজও লিখা ,
তোর উঠোনে হবে সবই
নীল...

মন্তব্য১০ টি রেটিং+৪

কাউকে বলিনি... আমি একটা সমুদ্র গড়ছি।

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৫২


কাউকে বলিনি...
আমি একটা সমুদ্র গড়ছি।
একটু একটু করে,
অনেকটা হয়ে গিয়েছিলো খোঁড়া।
ভেবেছিলাম তোকে একদিন দেখাতে নিয়ে যাব।
সে সমুদ্রের মাঝখানে,
ঠিক মাঝখানে নয় অবশ্য
একটা দ্বীপও ছিল।
ভেবেছিলাম একদিন তোকে ওই দ্বীপেও নিয়ে যাব।
আমার...

মন্তব্য৯ টি রেটিং+১

"স্বাগতম মর্ডান সভ্যতায়"

২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

* যেখানে মা,বাবা খুন হয় নিজের জম্ম দেওয়া সন্তানের কাছে।
* যেখানে মেয়েরা অন্তসত্তার চেয়ে HIV কে খুব বেশী ভয় পায়।
* যেখানে নিজের কুমারিত্ব হারানোর চেয়ে মোবাইল হারানো দুঃখজনক।
*...

মন্তব্য৩ টি রেটিং+০

‎প্রাণবন্ত_শৈশব‬

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

আমার শৈশব জীবনের স্মৃতি আজ কঠিন ভাবে নাড়া দিয়েছে

গ্রামে কাটানু শৈশবের কিছু অসাধারণ অনুভূতি তুলে ধরলাম :

সেই হারানো ধূলোমাখা দিন, বুকের ভিতর আজো রঙ্গীন,

পথের ধারে ডুমুর গাছে টুনটুনি পাখির বাসা...

মন্তব্য১ টি রেটিং+১

প্রধানমন্ত্রীর কাছে লিখা চিঠি

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯

বরাবর:-




মাননীয় প্রধানমন্ত্রী


বিষয়:-রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নিয়ে কেন টানাটানি হচ্ছে


জনাবা:___




জনসংখ্যার দিক থেকে বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের ৯৫ভাগ মানুষ মুসলমান। যে দেশে ১০ লাখ মসজিদ রয়েছে, যে দেশে প্রতি...

মন্তব্য৪ টি রেটিং+০

নামে জয় চরিএে ক্ষয় - আজো হয়নি বাংলার জয়

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

হায় হায় এ কেমন জয়
গরিবের টাকা করিয়া ক্ষয়।,
তাহলে কি ব্যাংক এ রাখিয়া টাকা
নিরাপদ নয়,
হায় হায় এ কেমন জয় এ কেমন জয়
গরিবের টাকা করিয়া লুট
তাহারা বাদিয়াছে জোট,
দিতে হয়নি তাদেরকে...

মন্তব্য৭ টি রেটিং+০

কঠিন বাস্তব

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫



লেখাটা কার জানা নাই
ভালো লাগল তাই পোস্ট করলাম…………………।।
***কোটিপতি বাবার বিলাসবহুল
ফ্ল্যাট এ বসে নিজেকে
প্রিন্সেস ভাবতে ভালোই লাগে।
ভালো লাগে “Off to Langkawi” লিখে
ফেসবুকে চেকইন দিতে। এরকম ভালো
লাগা নিয়ে বেড়ে ওঠা
মানুষগুলো যখন কফি...

মন্তব্য২ টি রেটিং+২

প্রকৃত সুখের সন্ধান; মায়ের প্রতি ভালবাসা ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

পৃথিবীর আলো আমরা প্রত্যেকেই দেখেছি দু’জন মানব-মানবীর মাধ্যমে স্রষ্টার অপার মহিমায় । আর এই দু’জন মানব-মানবী হলেন আমাদের মা আর বাবা । ভূমিষ্ট হওয়ার পর মাটি স্পর্শ করার আগেই যার...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.