![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
মনটা হঠাৎ ঝুঁকে পড়েছে একাকিত্বের স্বাদ গ্রহনে ।নি:সঙ্গতার বিষাদ মাখতে বড় আকুল এ মন। তোমাকে ঠেলে দিয়েছি দূরে।কিন্তু আজ্ও আমি বিশাল একাকিত্বের মাঝে খুঁজে ফিরি তোমাকে। রাতের ধ্রুব তারার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় পুরনো স্মৃতির মাঝে বিলীন হয়ে যায়। আনমনে স্মরনে আসে তোমার সাথে ঘটে যা্ওয়া মিশ্র ঘটনা। জানালার ফাঁক গলে হঠাৎ আসা উষ্ন হা্ওয়ায় অনুভব করি তোমার আলিঙ্গন।আনমনতার এক পর্যায়ে কর্ন কুহরে ধ্বনিত হয় চিরচেনা প্রিয় সেই কন্ঠস্বর।
নষ্টালজিয়ায় আক্রান্ত হই। আমার একগুঁয়ে স্বেচ্ছা নির্বাসনে।অনেকের অনেক অভিমান আমার উপর।কেউ হয়তো উৎসুক ভরা দৃষ্টি মেলে চেয়ে থাকে পথ পানে আমার আশায়………… আজ্ও।
আবার হয়তো কারও বিস্মৃতির অতলে তলিয়ে গেছি …………………………………………..।
একটা ঝরা পাতার মতো মিশে গেছি ….. অস্তিত্ব বিলীন করে। এই অস্তিত্বহীন মানুষটিকে তোমার নতুন জীবনের মাঝে বিলীন করে দিও।এতটুকু চিহ্ন যেন না থাকে।
ইতি
ব্যর্থ হৃদয়।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
তারছেড়া লিমন বলেছেন: হৃদয়ের চোরা কোঠায় এক বুক আশা
বুক ভরা হতাশার নাম ভালবাসা।।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
প্রিয়তমেষূ বলেছেন: এটা শুধু মাত্র প্রাপ্টবয়স্কদের জন্য কেন? অপ্রাপ্ত বয়স্কদের কি আবেগ বা হতাশা নেই????????
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
তারছেড়া লিমন বলেছেন: আছে কিন্তু এইটা শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রিয়তমেষূ
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
bappyalmamun বলেছেন: হতাশাগ্রস্থ হলে কি চলবে? দাদা.............
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
তারছেড়া লিমন বলেছেন: আবার হয়তো কারও বিস্মৃতির অতলে তলিয়ে গেছি …………………………………………..।দাদা.............
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এত হতাশা কিসের ?
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
তারছেড়া লিমন বলেছেন: তারপর আর পথ খোঁজা হয়নি
তারপর আর ভালবাসা হয়নি......
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: নষ্টালজিয়া
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
তারছেড়া লিমন বলেছেন: কিছু করার নেই ভাই……………
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর... এইটাই লেইখা রাখছে……….
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: একগুঁয়ে স্বেচ্ছা নির্বাসন !!
অভিভূত, প্রকাশভংগীর মাধুর্য্যে । যদিও কষ্টের নিঃশ্বাস ছুঁ্য়ে যায় হৃদয় ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
তারছেড়া লিমন বলেছেন:
৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
অনির্বাণ তন্ময় বলেছেন:
+
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
ঘুড্ডির পাইলট বলেছেন: আশার আলো খুজতে হবে !
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মানুষ বাঁচে আশায়। নতুন নতুন সুন্দর সুন্দর আশা খুঁজতে হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
সর্বহারা:৭১ বলেছেন: দুঃখ ভুইলা হাসতি থাহুন!!!!!!! সব দুঃখ পলাই যাইব!!!!!!
মুর এই রম্যডা পইড়েন।মন ভালা হইয়া যাইব। রম্য:ফাকিস্তানি পরারাষ্ট মন্ত্রী হিনা রব্বানির সাথে আমার ফোনালাপ!!!!!! শুধু ১৮++++ ++++++
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮
তারছেড়া লিমন বলেছেন: ভাল লাগা নিবেন ভাই.............অসংখ্য ধন্যবাদ।।
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
একজন আরমান বলেছেন:
মনটা খারাপ হয়ে গেলো।
কিন্তু আমি প্রাপ্ত বয়স্ক কিনা বুঝতে পারছি না।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯
তারছেড়া লিমন বলেছেন: মন খারাপ করার জন্য দু:খিত । প্রাপ্ত বয়স্ক ট্যাগ দেওয়া মনে হয় ঠিক হয়নি.............. ভাললাগা নিও ....................
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
প্রিয়তমেষূ বলেছেন: হতাশা!!!! আমরা এত হতাশাবাদী কেন????????????