নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

বাচ্চা লোগ সম্পূর্ণ রুপে প্রবেশ নিষেধ ইহা প্রাপ্ত বয়স্ক কৌতুক।।।।ব্যান খাইতারি........................

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

১।এক লিফটম্যান ছিল চাকুরিতে একেবারে নতুন। কখনো ভাল ভাবে লিফট চালাতে শেখে নি। ১৭ তলায় এক লোক লিফট এ চড়ে তাকে বললো এক তলায় নিয়ে যেতে। লিফটম্যানটি এক তলায় এসে ভূলবশত প্রচন্ডভাবে ব্রেক কষলো। হটাৎ থেমে যাওয়ার কারনে সমস্ত লিফট ভয়ানক ঝাকি খেয়ে উঠলো। লিফটম্যানটি দুঃক্ষিত গলায় বললো, “আমি দুঃক্ষিত স্যার, আমি কি খুব জোরে লিফট থামিয়েছি?”

লোকটি রাগতস্বরে বললো, “না না তা কেন? আমি সব সময় আমার প্যান্ট খুলে গোড়ালীর কাছে ফেলে রাখি।”

===============================================



২।

আরেঞ্জ বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য?

প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, আর আরেঞ্জ বিয়েতে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়।

প্রেমের বিয়ে এবং এরেঞ্জ মারেজ নিয়ে আলোচনা করাটা খুব হাস্যকর।

ব্যাপারটা অনেকটা পানিতে ডুবে না গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ভাল এই আলোচনার মত শোনায়!

=============================================

৩।

কলকাতায় সাধারনত সবাইকে দা বলে সম্মোধন করা হয়, যেমন নির্মলদা, আসীমদা।

একবার এক জাপানী লোক গেল কলকাতা ভ্রমণে। লোকটার নাম ছিল বো কাচু।

=============================================

৪।

এক লোক ডাক্তারের কাছে গিয়ে হিক্কার জন্য ওষুধ চাইলো। ডাক্তার চেয়ার ছেড়ে উঠে এসে লোকটির মাথা ধরে নিচু করলেন। তারপর কষে একটা কিল বসিয়ে দিলেন পিঠে।



- হিক্কা গেছে? ডাক্তার জানতে চাইলেন।



- গাড়িতে আমার স্ত্রী বসা আছে। ওকে জিজ্ঞেস করে দেখি। লোকটির জবাব।

=============================================

৫।

এক অত্যন্ত সুন্দরী মহিলা লন্ডন এর একটি বারে উদর পূর্তি করে মদ খেয়ে বদ্ধ মাতাল হয়ে পড়লো। মাতলামীর চোটে গায়ের সব কাপড় খুলে রাস্তা দিয়ে হাটা আরম্ভ করলো। কিছু দূর গিয়ে ওভাবেই একটি ট্যাক্সিতে উঠে পড়লো।

ট্যাক্সি ড্রাইভারের তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে সে জিজ্ঞাসা করলো

: কি নগ্ন মেয়ে দেখো নাই কখনো?

ট্যাক্সি ড্রাইভারঃ না আমি চিন্তা করতেছি আপনে আমার ভাড়ার টেকা কই রাখছেন

=============================================

৬।

একজন স্ট্রীট ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন কোন এক আবাসিক এলাকার এক রাস্তার উপরে। সবাই সাগ্রহে তাকে ঘিরে আছে। মূল আকর্ষণ হচ্ছে নাকি তার ম্যাজিক স্পেল আউড়ানোর সাথে সাথে কোথাও নাকি কিছু দাঁড়িয়ে যাবে আর সবাই মিলে যদি ফুঁ দেয় তবে তা বসে পড়বে।

প্রথম বারঃ হ্রিঙ্গা ত্রিঙ্গা ছট্টে... সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটির পকেট থেকে পেন্সিলটি উঠে দাঁড়িয়ে গেলো। সবাই মিলে একযোগে ফুঁ... বসে পড়লো পেন্সিলটি তার জায়গায়।

দ্বিতীয় বারঃ ম্যাজিশিয়ানের মন্ত্র... মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রমহিলার মাথা থেকে তার হেয়ার পিনটি উঠে দাঁড়ালো। সবাই আবারো ফুঁ... বসে পড়লো হেয়ার পিন।

শেষ বারঃ মন্ত্র পড়া শেষ... সবাই ফুঁ দেবার অপেক্ষায়... কিন্তু কেউ বুঝতে পারছে না কোথায় কি দাঁড়ালো...!! আকস্মিক ভাবেই পাশের এক বাড়ীর দরজা খুলে একজন ৮৫ বছরের বৃদ্ধ বেরিয়ে এসে হাঁক ছাড়লেন, "এই পাঁজির দল, নচ্ছার গুলো, খবর্দার বলে দিচ্ছি, কেউ কিন্তু ফুঁ দিবি না হতচ্ছাড়ারা"...!!

=============================================

৭।

ডিক একটি বারে ঢুকলো ড্রিংস্ করার জন্য। একটি মার্টিনি অর্ডার করলো সে। এবং বারটেন্ডারের কাছে তার দামও জানতে চাইলো। বারটেন্ডার বললো এর দাম ২ ডলার।

এটা শুনে ডিক চমকে উঠলো। কারণ অন্যবারে এর দাম কমপক্ষে ২০ ডলার হবে। খুশি মনে সে মার্টিনি শেষ করে রেড ওয়াইনের দাম জানতে চাইলো। এক বোতল রেড ওয়াইন অন্য জায়গায় ৫০ ডলারের কমে পাওয়া যায় না।

কিন্তু বারটেন্ডার জানালো এক বোতল রেড ওয়াইনের দাম এখানে ৫ ডলার!

শুনে ডিক বলে উঠলো, "বলো কি! এত্ত কমে? বারের মালিক কোথায়?"

বারটেন্ডার: "সে উপরের তলায় আমার বৌ এর সাথে আছে।"

ডিক: "বারের মালিক তোমার বৌ এর সাথে কি করে?"

বারটেন্ডার: "আমি ওর ব্যাবসার সাথে যা করতেছি, তাই করে!

=============================================

৮।

কোনো এক পশ্চিমী দেশে এক ভদ্রমহিলার তিন-তিনটি অবিবাহিতা মেয়ে।



অনেকদিন চেষ্টা করেও কিছু না হওয়ার পরে হঠাৎ করেই তিন মেয়ের খুব অল্প সময়ের মধ্যে বিয়ের ঠিক হয়ে গেলো।ভদ্রমহিলা মেয়েদের দাম্পত্যজীবন (?) নিয়ে চিন্তায় পড়ে গেলেন।তো তিনি মেয়েদের বললেন যে প্রত্যেকে যেনো হানিমুন থেকে অল্প কথায় কিছু লিখে তাকে পোস্টকার্ড পাঠায়।যাতে তিনি বুঝতে পারেন যে মেয়েদের হানিমুন কেমন চলছে।



বিয়ের দু'দিন পরে প্রথম মেয়ে হাওয়াই থেকে পোস্টকার্ড পাঠাল। তাতে শুধু লেখা - "Nescafe"!!!!

প্রথমে বেশ অবাক হলেও,কিছুক্ষন বাদে তিনি কিচেনে গিয়ে Nescafe - এর জার বের করলেন।দেখলেন তার গায়ে লেখা - "Good till the last drop"....



তিনি একটু লজ্জা পেলেও,মেয়ের খবরে আনন্দ পেলেন।



বিয়ের এক হপ্তা পরে পরের মেয়েটি ভারমন্ট থেকে পোস্টকার্ড পাঠাল।তাতে লেখা - "Rothmans"!!!!



এবার তিনি আর ঘাবড়ালেন না। একটা Rothmans এর প্যাকেট নিয়ে দেখলেন তাতে লেখা - "Extra Long. King Size"....।



আবার তিনি একটু লজ্জা পেলেও, আনন্দিত হলেন।



সবচেয়ে ছোটো মেয়েটি গেছিল কেপ-টাউন।তার চিঠি কিছুতেই আসে না।এক মাসের শেষে তার চিঠি এল।তাতে খুব কাঁপা-কাঁপা হাতে লেখা - "South African Airways"!!!!



ভদ্রমহিলা জল্দী লেটেস্ট একটা ম্যাগাজিন বের করে South African Airways -এর এডটা দেখলেন।দেখামাত্র তিনি সেন্সলেস হয়ে পড়লেন।

এডটার নিচে লেখা - "Ten times a day, seven days a week, both ways"!!!!!!!!

=============================================৯।

স্বামীর প্রতিরাতে মাতাল হয়ে ঘরে ফেরায় অতিষ্ট হয়ে স্ত্রী অবশেষে ঠিক করলো তাকে ভয় দেখাবে। দোকান থেকে শয়তানের শিং, লেজ ওয়ালা কস্টিউম নিয়ে এসে সে দাঁড়িয়ে রইলো গেটের ঠিক বাইরে গাছের আড়ালে।



যথারীতি স্বামী মাতাল হয়ে ফিরছে। স্ত্রী শয়তানের বেশে হাউ-মাউ করে তার সামনে গিয়ে পড়লো। স্বামী ভড়কে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে?



স্ত্রী মোটা গলায় উত্তর দিলো: আমি শয়তান।



স্বামী বললো: তাই নাকি। তাহলে বাসায় চলো। তোমার বোনকে তো আমি বিয়ে করেছি।

=============================================

১০।

এক লোক বনে পথ হারিয়ে ঘুরতে ঘুরতে এক টিলার উপরে বাড়িতে এসে হাজির হলো। সেখানে থুথ্থুরে বুড়ো এক চাইনিজ বসেছিলো।



-আমাকে রাতটা এখানে থাকতে দিন। আমি পথ হারিয়ে ফেলেছি।



বুড়ো বললো- থাকতে দিতে পারি এক শর্তে। আমার মেয়ের দিকে নজর দিলে তোমাকে তিনটি চাইনিজ শাস্তির মুখোমুখি হতে হবে।



লোকটি ভাবলো, লোকটি যেমন বুড়ো তার মেয়েও তেমন বুড়ো হবে। সে রাজি হলো।



ডিনারের সময় দেখা গেলো খুব সুন্দরী এক মেয়ে তাদের সাথে যোগ দিলো। মেয়েটা তার দিকে বারবার ফিরে তাকালো কিন্তু লোকটি শাস্তির ভয়ে সেদিকে ভ্রুক্ষেপ করলো না।



রাতে শোয়ার পর তার বারবার মেয়েটার কথা মনে পড়তে লাগলো যে তার পাশের রুমে শুয়েছিলো। সে ভাবলো, বুড়ো তো ঘুমিয়েই গেছে। এই ভেবে সে পা টিপে টিপে মেয়ের রুমে গিয়ে যা করার করলো।



সকালে তৃপ্ত মনে ঘুম থেকে উঠে সে দেখলো তার বুকের উপর একটা মিডিয়াম সাইজের পাথর। আর একটা কাগজে লেখা, প্রথম চাইনিজ শাস্তি।



সে মনে মনে হেসে বললো এই শাস্তিতে আমার কি হবে। বলে সে পাথরটা জানালা দিয়ে নিচে ছুঁড়ে দিলো। এই সময় তার নজরে পড়লো জানালার পাশে একটা কাগজে লেখা- দ্বিতীয় শাস্তি- তোমার বাম অন্ডকোষের সাথে পাথরটা বাঁধা। ভয়ের সাথে লোকটি খেয়াল করলো পাথরের সাথে বাঁধা বাম অন্ডকোষের দড়িটা টান টান হতে যাচ্ছে। নিচে পাথরে পড়ে নাহয় এক আধটা হাড় ভাঙবে কিন্তু অন্ডকোষ গেলে তো..... এই ভেবে সে জানালা দিয়ে নিচের উপত্যকায় লাফ দিলো।



পাথরের সাথে গড়াতে গড়াতে সে এবার বড় একটা সাইনবোর্ড দেখতে পেলো- তৃতীয় শাস্তি, তোমার ডান অন্ডকোষ বিছানার পায়ার সাথে বাঁধা।

============================================

বিঃদ্রঃ ইহা একটি কপি -পেষ্ট পরিবেশনা।কাহারও অগ্রীম পড়া থাকলে দোষারোপ করা যাইবে না।

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

শূন্য পথিক বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ =p~ =p~ =p~

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

তারছেড়া লিমন বলেছেন: ;) ;) ;) ;)

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

বিসাজ বলেছেন: ১০ নম্বর জটিল হইছে।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

আশিক মাসুম বলেছেন: তাহলে বাসায় চলো। তোমার বোনকে তো আমি বিয়ে করেছি।


মজা পেলুম।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

ভ্রমন কারী বলেছেন: ++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

অচিন.... বলেছেন: hahaha

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

দি সুফি বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

মাক্স বলেছেন: :P:P:P:P:P:P

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

নোবিতা রিফু বলেছেন: মজা পাইচি... B-)

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

স্পেলবাইন্ডার বলেছেন: =p~ =p~ =p~

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

পথহারা সৈকত বলেছেন: =p~ =p~ =p~

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

সোহেল সি এস ই বলেছেন: bepok moja.........

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: +++++++++++++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

অপরিচিত অতিথি বলেছেন: pura smile packeg.

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

মেহেদী হাসান মানিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

চারশবিশ বলেছেন: ব্যাপক মজা পাইছি

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

একজন আরমান বলেছেন:
বো কাচু দা =p~ =p~ =p~ =p~

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

সিয়ন খান বলেছেন: "Ten times a day, seven days a week, both ways"!!!!!!!!
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: আরেঞ্জ বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্টা দারুন হইছে ;) :P

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

১৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

জাওয়াদ তাহমিদ বলেছেন:
সব কমন পড়ে গেল। তবে ভাল। ;)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৪

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

২০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: দাদা আপনার নাম কি বো কাচু ;) ;) ;) ;) ;)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৬

তারছেড়া লিমন বলেছেন: না ভাই মোর নাম দুলা আম্রে সবাই ভালবাইসা দুলাভাই ডাকে =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৪

মনে নাই বলেছেন: ভালো হয়েছে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৬

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

২২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:১০

htusar বলেছেন: ভাল লাগলো ।

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.