![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
শাহবাগে রাতভোর
কথা ও সুর: কবীর সুমন
♫♪‘শাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর
নব ইতিহাসে সাক্ষী
রইল প্রজন্ম চত্বর।
স্লোগানে স্লোগানে কাঁপে
লাখো নবীনের বুক
ছেলে মেয়েদের মুখেই
আমার বাংলাদেশের মুখ।
হাত ধরে ছেলে মেয়ে
মুক্তির গান গেয়ে
জেগে আছি আজ প্রহরীর মতো
আসল বিচার চেয়ে।
শহীদজননী দেখছেন
জাগরণ প্রস্তুতি
সুফিয়া কামাল কাছেই আছেন
বিদ্রোহী নাতিপুতি।’♫
লিংক
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
তারছেড়া লিমন বলেছেন: ভাই কি বুইঝা কতাডা কইলেন?????
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
তারছেড়া লিমন বলেছেন: “ক” তে কাদের মোল্লা তুই রাজাকার , তুই রাজাকার! আবার
“ক” তে কাম্রুজ্জামান তুই রাজাকার তুই রাজাকার!
“ম” তে মুজাহিদ তুই রাজাকার তুই রাজাকার
“স” সাইদি তুই রাজাকার তুই রাজাকার !! আরে
“স” তে সাকা তুই রাজাকার তুই রাজাকার! ওরে ও
“গ” গোলাম আজম তুই রাজাকার তুই রাজাকার।
সব রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
বদ বলেছেন: হরে ভাই আমার মাথা ঠিক নেই
আওয়ামিলীগ সহ সব রাজাকারের বিচার যে চাচ্ছে, সেও নাকি রাজাকার,
আমি ভাই কোন ঝামেলার মধ্যে নেই,
আমি ভন্ড দেশপ্রেমিক, তাই রাজাকারের ফাসি চাই(আওয়ামীলীগের গুলা বাদে)
আর তুই রাজাকার বেশি বেশি বললে নাকি, আমি যে আসল দেশপ্রেমিক সেইটা প্রমানিত হবে
তাই
তুই রাজাকার, তুই রাজাকার জপ করছি, মাইন্ড কইরেন না..
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
তারছেড়া লিমন বলেছেন: নিজের আসল নিকে এসে কমেন্ট খান করেন । আমি কোন দর করি না আর রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই। এই কথা মন খুলে বলি কোন ভন্ডামু করি না আর ভন্ডদেশপ্রেমিক দের কইষা লাথি দিই এর পর নিজের সম্মান বাচাইয়া আইসেন
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
বিপদেআছি বলেছেন: আমি শুনছি , দারুন গান।
@বদ, নামের সার্থকতা প্রমান করলা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ ভাই........এইগুলা বিনা দাওয়াতে আসা অতীথী ....এর পর উল্টা কইতে আসলে বদ খত সব গদাম খাবে।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
একজন আরমান বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
তারছেড়া লিমন বলেছেন: আরমান ভাই আমার কিছু প্রবলেমের কারনে আমি ছবি পোষ্ট দিতে পারছি না...........তবে একটা কথা সবসময় বলি সত্যের জয় সবসময় হয়। সব রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
স্বপনবাজ বলেছেন: শহীদজননী দেখছেন
জাগরণ প্রস্তুতি
সুফিয়া কামাল কাছেই আছেন
বিদ্রোহী নাতিপুতি।’♫
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০
তারছেড়া লিমন বলেছেন: ভাই কবীর সুমন ভাই এর শাহবাগ নিয়ে প্রথম গানটা শুনেছেন....ঔ টার কথা গুলোও অসাধারন। সব রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
তারছেড়া লিমন বলেছেন: ভাই আমার কিছু প্রবলেমের কারনে আমি ছবি পোষ্ট দিতে পারছি না...........তবে একটা কথা সবসময় বলি সত্যের জয় সবসময় হয়। সব রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
তারছেড়া লিমন বলেছেন: আমরা "প্রজন্ম একাত্তর", কোন compromise করব না। আমাদের এক দফা এক দাবি: ফাঁসি চাই, ফাঁসি চাই।
জয় বাংলা...
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ ভাই । সব রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
বদ বলেছেন: সুমন একটা রাজাকার
রাজাকারের ফাসি চাই(আওয়ামীলীগের গুলা বাদে)