![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
ভালবাসার নতুন নতুন ঢং দেখছি। আবালেরা কাদের ভালবাসে..... যারা ক্ষমতায় বসার জন্য ওদের ব্যবহার করে। সত্যিই সেলুকাস তুমি কুন হানে আছ আম্রে ধর এই সব আবাল গুলোর কান্ড দেখতে আর ভাল লাগছে না।
যেই মা তোদের দশ মাস গর্ভে টেনে চলল..........তীলে তীলে বড় করল মরতে ইচ্ছা হলে এই মায়ের পায়ে মাথাকুটে মর .... যেই বাপ তার মাথার ঘাম পায়ে ফেলে তোদের মুখে দু-বেলা খাবার যোগান দিল মরলে সেই বাপের জন্য মর।
আবালের দল আম্লিগ, বিম্পি,জ্মাত,সব রাজনৌতিক দল যে রসুনের মত কোয়া ভীন্ন পাছা এক এইটা বুঝস না কেন? কখন ও কি দেখেছিস আবালের দল আন্দোলনের সময় কোন বড় নেতাকে মরতে ?
দেখিস নি তো কারন এরা তোদের মারায় নিজেরা মরে না। আজ সব খানে এত ভাল বাসাবাসি দেখে প্রাণ খুলে বলতে ইচ্ছা হয়....
মানুষ মরে আশায়
দেশ মরে ভালবাসায়।।।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
তারছেড়া লিমন বলেছেন: এই আবাল গুলো কেন যে বুঝে না মরলে তো বাপ-মায়ের যাবে নেতাদের তো যাবে না।।।
২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩২
মাক্স বলেছেন: ভালো বলেছেন!!!
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
তারছেড়া লিমন বলেছেন: এই আবাল গুলো কেন যে বুঝে না মরলে তো বাপ-মায়ের যাবে নেতাদের তো যাবে না।।।
৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪২
আশিক মাসুম বলেছেন: মানুষ মরে আশায়
দেশ মরে ভালবাসায়।।।
আসলেই দেশটা আবালে বইরা গেছে।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫১
তারছেড়া লিমন বলেছেন: এই আবালেরা কিসের আশায় বাপ-মা কে ভুলে নিজের জীবন বাকোতে যায় বুঝিনা....আসলেই দেশটা আবালে ভইরা গেছে।
৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মানুষ মরে আশায়
দেশ মরে ভালবাসায়।।।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫১
তারছেড়া লিমন বলেছেন: এই আবালেরা কিসের আশায় বাপ-মা কে ভুলে নিজের জীবন বাকোতে যায় বুঝিনা....আসলেই দেশটা আবালে ভইরা গেছে।
৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
জাকারিয়া মুবিন বলেছেন: বোঝেনা তো আপনি আপনার পরিচিত ৫ জনকে বোঝান, একদিন দেখবেন সবাই বুঝে যাবে।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
তারছেড়া লিমন বলেছেন: একটারে ফিরাতে পেরেছি ভাই... আর একটা বোঝানোর চেষ্টা করছি...
৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:২২
সাউন্ডবক্স বলেছেন: ্ম.। ১০০০ লাইক
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৩
তারছেড়া লিমন বলেছেন: কি বলব ভাই আবাল গুলো যে বুঝবে কবে.............. ধন্যবাদ।
৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩০
জয়আহম বলেছেন: এরাতো ডিফ্রেন্ট টাচের রাজনীতি গানটা শোনে নাই তাই.........
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৪
তারছেড়া লিমন বলেছেন: এরা আবাল এরা বুঝবে কবে নেতায় যা কয় এদের তায় সয়....
৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৮
তানভীরসোহান বলেছেন: কখন ও কি দেখেছিস আবালের দল আন্দোলনের সময় কোন বড় নেতাকে মরতে ? সহমত আপনার সাথে, মাথায় কাঠাল ভাঙ্গা ওদের সভাব গাধাগুলা শুধু লাফাবে আর মরবে এর সাথে হারামী গুলা খেলবে রাজনীতির মাতাল খেলা
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৭
তারছেড়া লিমন বলেছেন: কি বলব ভাই আবাল গুলো যে বুঝবে কবে.............. ধন্যবাদ।
৯| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
শের শায়রী বলেছেন: মানুষ মরে আশায়
দেশ মরে ভালবাসায়।।।
দুই লাইনে সব কথা বলে দিয়েছেন। আর ভাল লাগেনা ভাই
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
তারছেড়া লিমন বলেছেন: কি বলব ভাই আবাল গুলো যে বুঝবে কবে.............. ধন্যবাদ।
১০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
মামুন রশিদ বলেছেন: চাঁদে চায়েদীকে দেখার জোশে বগুড়ার আশপাশ থেকে ১৫/২০ হাজার লোক বগুড়া শহরে এসে চায়দী মুক্তিমন্চ বানিয়ে পুরো শহরময় তান্ডব চালিয়েছে । দশ-বারো জন নিঃশেষে দিয়ে গেছে প্রাণ
অদ্ভূত উটের পিঠে এখনও চলেছে স্বদেশ
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৫
তারছেড়া লিমন বলেছেন: মানুষ মরে আশায়
দেশ মরে ভালবাসায়।।
ধন্যবাদ মামুন ভাই...................
১১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
আরজু পনি বলেছেন:
মানুষ মরে আশায়
দেশ মরে ভালবাসায়।।।
ভালো বলেছেন...
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপু কেমন আছেন?
১২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগলো
++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ........কেমন আছেন ভাই??
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩১
স্বপনবাজ বলেছেন: সোনার বাংলাদেশ হেটে চলছে অজানা গন্তব্যে !