![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
আকাশের আজ মন ভাল নেই
দূরে ঐ সাদা মেঘ গুলো
ধূসর থেকে কালো আরও কালো হয়ে আসছে।
আকাশ; আজ কাঁদবে,
এই ধরণীর বুকে
অ-ঝোর বৃষ্টি হয়ে।
মেঘ গুলো জমে জমে
একপুরু আস্তরন দিয়ে ঢেকে দিচ্ছে আকাশকে
হয়তো ঝড় ও বইতে পারে
ঠিক যেমন বইতে থাকে কোন অতৃপ্ত হৃদয়ে।
তাই;আঁধার ঘনালে চারিদিকে
আমার কান্না গুলো
ঐ বৃষ্টির মত ঝরবে।
জানতে চাইবে না কেউ
আকাশের কান্নার মত
আমার কষ্ট কে।
তাই আমিও আস্তে আস্তে
বৃষ্টির কণার সাথে মিশে যাব
কষ্টের হাত ধরে।।।#
সময়:১৩/০৯/২০০৬ রাত ৯.৪৫।
উৎসর্গঃ সকল কবিদের যাদের সকল না পাওয়া বৃষ্টির কণার সাথে মিশে যায়।।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ গগণজয় ভাই
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
স্বপনবাজ বলেছেন: তাই আমিও আস্তে আস্তে
বৃষ্টির কণার সাথে মিশে যাব
কষ্টের হাত ধরে।।।#+++++++++
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ স্বপনবাজ ভাই।
আমিও আস্তে আস্তে
বৃষ্টির কণার সাথে মিশে যাব
কষ্টের হাত ধরে।।।#
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬
তিথির অনুভূতি বলেছেন: আকাশের আজ মন ভাল নেই
দূরে ঐ সাদা মেঘ গুলো
ধূসর থেকে কালো আরও কালো হয়ে আসছে।
আকাশ; আজ কাঁদবে,
এই ধরণীর বুকে
অ-ঝোর বৃষ্টি হয়ে।
+++++
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ তিথির অনুভূতি ভাই।
আমিও আস্তে আস্তে
বৃষ্টির কণার সাথে মিশে যাব
কষ্টের হাত ধরে।।।#
৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
ঘুড্ডির পাইলট বলেছেন: তাই আমিও আস্তে আস্তে
বৃষ্টির কণার সাথে মিশে যাব
মন খারাপ হয়ে গেলো ।
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
তারছেড়া লিমন বলেছেন: যখন লিখে ছিলাম তখন মনখ্রাপ ছিল ভাই।অনেক ধন্যবাদ ।।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
উৎসর্গ গ্রহন করলাম
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই ।।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬
সুপান্থ সুরাহী বলেছেন:
হয়তো ঝড় ও বইতে পারে
ঠিক যেমন বইতে থাকে কোন অতৃপ্ত হৃদয়ে।
আসলেই তো!
দারুণ লিখেছেন...........
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ সুপান্থ সুরাহী ভাই ।। যখন লেখা তখন এমনই ঝড় বয়ে ছিল আমার অতৃপ্ত হৃদয়ে।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর আবেগমাখা কবিতা।ভাল লেগেছে।
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই ।।
৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০
একজন আরমান বলেছেন:
আমার কান্না গুলো
ঐ বৃষ্টির মত ঝরবে।
জানতে চাইবে না কেউ
আকাশের কান্নার মত
আমার কষ্ট কে।
তাই আমিও আস্তে আস্তে
বৃষ্টির কণার সাথে মিশে যাব
কষ্টের হাত ধরে।।।#
শেষ অষ্টক দুর্দান্ত লেগেছে লিমন ভাই।
উৎসর্গঃ সকল কবিদের যাদের সকল না পাওয়া বৃষ্টির কণার সাথে মিশে যায়।।
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ভাই ।। আমার মত যারা তাদের স্মরন করেছি মাত্র উৎসর্গে..................
৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০২
মামুন রশিদ বলেছেন: তাই আমিও আস্তে আস্তে
বৃষ্টির কণার সাথে মিশে যাব
কষ্টের হাত ধরে।।।
কবি না হলেও আমি চাই বৃষ্টির কণার সাথে মিশে যেতে । চমৎকার অনুভূতি । ভালোলাগা ।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন৬৫৩ ভাই ।।আমি আপনাকেও সাথে নিব.............বৃষ্টির কণার সাথে মিশে যেতে ।।।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
গগণজয় বলেছেন: তাই আমিও আস্তে আস্তে
বৃষ্টির কণার সাথে মিশে যাব
কষ্টের হাত ধরে।।।#
ভালো লাগলো।