নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন হে জাতীয় কবি ।

২৪ শে মে, ২০১৩ রাত ১১:৪৩



''তব মস্‌জিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী,

মোল্লা-পুর”ত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!’

কোথা চেঙ্গিস্‌, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?

ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!

খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?

সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!



হায় রে ভজনালয়,

তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!

মানুষেরে ঘৃণা করি’

ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি’ মরি’

ও’ মুখ হইতে কেতাব গ্রন’ নাও জোর ক’রে কেড়ে,

যাহারা আনিল গ্রন’-কেতাব সেই মানুষেরে মেরে,

পূজিছে গ্রন’ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,

মানুষ এনেছে গ্রন’;-গ্রন’ আনেনি মানুষ কোনো।



আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ

কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,-বিশ্বের সম্পদ,

আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে

তাঁদেরি রক্ত কম-বেশী ক’রে প্রতি ধমনীতে রাজে!

আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,

কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।

হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,

আমিই কি জানি-কে জানে কে আছে

আমাতে মহামহিম।''



** মানুষ -- কাজী নজরুল ইসলাম



==============================

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে

অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে



বুঝবে সেদিন বুঝবে।



ছবি আমার বুকে বেধে

পাগল হয়ে কেঁদে কেঁদে

ফিরবে মরু কানন গিরি

সাগর আকাশ বাতাশ চিরি

সেদিন আমায় খুজবে

বুঝবে সেদিন বুঝবে।



স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে

কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে-



জাগবে হঠাৎ ছমকে,

ভাববে বুঝি আমিই এসে

বসনু বুকের কোলটি ঘেষে

ধরতে গিয়ে দেখবে যখন

শুন্য শয্যা মিথ্যা স্বপন

বেদনাতে চোখ বুজবে-

বুঝবে সেদিন বুঝবে



গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না

বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?-



আসবে ভেঙ্গে কান্না,

পড়বে মন আমার সোহাগ

কন্ঠে তোমার কাদবে বেহাগ

পড়বে মনে আমার ফাকি

অশ্রুহারা কঠিন আখি

ঘন ঘন মুছবে,

বুঝবে সেদিন বুঝবে।



আবার যেদিন শিউলী ফুলে ভরবে তোমার অঙ্গন

তুলতে সে ফুল গাথতে মালা, কাপবে তোমার কঙ্কণ



কাদবে কুটির অঙ্গন,

শিউলী ঢাকা মোর সমাধি

পড়বে মনে উঠবে কাদি

বুকের জ্বালা করবে মালা

চোখের জলে সেদিন বালা

মুখের হাসি ঘুচবে

বুঝবে সেদিন বুঝবে।



আসবে আবার আশিন হাওয়া, শিশির ছেচা রাত্রি

থাকবে সবাই- থাকবে না এই মরন পথের যাত্রীই



আসবে শিশির রাত্রি,

থাকবে পাশে বন্ধু সুজন

থাকবে রাত বাহুর বাধন

বধুর বুকের পরশনে

আমার পরশ আনবে মনে

বিষিয়ে ও বুক উঠবে

বুঝবে সেদিন বুঝবে।



আসবে তোমার শীতের রাতি, আসবে নাকো আর সে

তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার্শ্বে



আসবে নাকো আর সে,

পড়বে মন মোর বাহুতে

মাথা থুয়ে যেদিন শুতে

মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়

সেই স্মৃতি নিত বিছানায়

কাটা হয়ে ফুটবে-

বুঝবে সেদিন বুঝবে।



আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে

সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে



দুলবে তরী রঙ্গে,

পড়বে মনে সে কোন রাতে

এক তরীতে ছিলে সাথে

এমনি গাঙে ছিল জোয়ার

নদীর দুধার এমনি আধার

তেমনি তরী ছুটবে-

বুঝবে সেদিন বুঝবে।



তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ

আমার মত কেদে কেদে হয়তো হবে অন্ধ



সখার কারা বন্ধ,

বন্ধু তোমার হানবে হেলা

ভাঙ্গবে তোমার সুখের খেলা

দীর্ঘ লো কাটবে না আর

বইতে প্রাণ শ্রান্ত এ ভার

সরন মনে যুঝবে

বুঝবে সেদিন বুঝবে।



ফুটবে আবার দোলন চাপা, চৈতি রাতের চাদনী

আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাদনি



চৈতি রাতের চাদনী

ঋতুর পরে ফিরবে ঋতু

সেদিন হে-মোর সোহাগ ভীতু

চাইবে কেদে নীল নভোগায়

আমার মত চোখ ভরে চায়

যে তারা, তায় খুজবে

বুঝবে সেদিন বুঝবে।



আসবে ঝড়ি, নাচবে তুফান টুটবে সকল বন্ধন

কাপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন



টুটবে যবে বন্ধন,

পড়বে মনে নেই সে সাথে

বাধতে বুকে দুঃখ রাতে-

আপনি গালে যাচবে চুমা

চাইবে আদর মাগবে ছোওয়া

আপনি যেচে চুমবে

বুঝবে সেদিন বুঝবে।



আমার বুকের যে কাটা ঘা, তোমায় ব্যাথা হানত

সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত



আসব তখন পান্থ,

হয়তো তখন আমার কোলে

সোহাগ লোভে পড়বে ঢোলে

আপনি সেদিন সেধে-কেদে

চাপবে বুকে বাহুয় বেধে

চরন চুমে পূজবে

বুঝবে সেদিন বুঝবে।



অভিশাপ-কবি কাজী নজরুল ইসলাম

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ জন্মদিন মানবতার কবি !
মানবতার জয় হোক !

২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

তারছেড়া লিমন বলেছেন: মানবতার জয় হোক !

২| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫২

যুবায়ের বলেছেন: চমৎকার পোষ্ট....ভালোলাগা++
জাতীয় কবির জন্মদিনে করি তাকে স্মরন।

২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই। মানবতার জয় হোক !

৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৮

পিনিকবাজ বলেছেন: +++++

২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ পিনিকবাজ ভাই। মানবতার জয় হোক !

৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:২০

বংশী নদীর পাড়ে বলেছেন: কবি কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি। কবির জন্মদিনে শুভেচ্ছা রইলো। নজরুলের অভিশাপ কবিতাটি আমি বার বার পড়েছি। তার এই কবিতাটি আমাকে সবচেয়ে বেশি করে ভাবিয়ে তুলে। সতিই তাই.... চলে যাওয়ার পর প্রস্থানের মর্ম বুঝে কি লাভ?

২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩৬

তারছেড়া লিমন বলেছেন: কবি যে ভাবে বলতে পেরেছেন ভাই তা আমার মত জ্ঞানহীনের বোঝার সাধ্য নাই । আমার প্রিয় মসজিদের ই পাশে আমার কবর দিও ভাই । কত সহজ অথচ নিদারুন সত্যি ।ধন্যবাদ বংশী নদীর পাড়ে ভাই। মানবতার জয় হোক !

৫| ২৫ শে মে, ২০১৩ রাত ১:০৮

খাটাস বলেছেন: শুভ জন্মদিন মানবতার কবি

২৫ শে মে, ২০১৩ রাত ১:০৮

তারছেড়া লিমন বলেছেন: শুভ জন্মদিন মানবতার কবি

৬| ২৫ শে মে, ২০১৩ রাত ১:৪৩

মিতাহামিদা০০৭ বলেছেন: ঠিক এই মুহূর্তে আমাদের জাতির পাশে খুব বেশী দরকার ছিল এই বিদ্রোহী কবি, মানবতাবাদী কবি, মনে-প্রানে মুসলিম কবি, এক জ্ঞান পাগলা কবি , সত্যিকারের মহাকালের মহাকবি-কবি নজরুলকে ।

তিনি কত উঁচু মানের মুসলিম কবি - তাঁর মানুষ, সাম্য, এক আল্লাহ্‌ জিন্দাবাদ সহ আরও অনেক অনেক কবিতা আছে , সেগুলো পড়লে বুঝা যায়, তিনি ইসলামকে কত গভীর ভাবে উপলব্ধি করেছেন ।

তিনি আল কুরআনের 'আমপারা' অনুচ্ছেদের যেভাবে কব্য-রুপ দিয়েছেন ,সেটাকে মূল্যায়ন করলে সহজেই বোঝা যায় ,তিনি সত্যিকার অর্থেই একজন প্রকৃত মুসলিম কবি ছিলেন । ইসলামী আদর্শকে ধারণ করার কারণেই তিনি সকল ধর্মের প্রতি উদার, ইসলামের শেষ নবী মুহাম্মাদ (সা) অনুসরণে ।আল্লাহ্‌ তাঁর সব গুনাহ মাফ করে জান্নাত নসিব করুন ।

২৫ শে মে, ২০১৩ রাত ১:৫৭

তারছেড়া লিমন বলেছেন: আল্লাহ্‌ তাকে জান্নাত নসিব করুন । আমীন।

৭| ২৫ শে মে, ২০১৩ ভোর ৫:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: কবির প্রেমিকাদের পরিচয়মুলক একটা লেখা পড়তাছিলাম পত্রিকায় । ভালো লাগছে , সে প্রেম করতে গিয়া মাইরপিটও করছিলো নাকি । কবিকে খুব ভালো লাগে ।

২৫ শে মে, ২০১৩ রাত ১১:০২

তারছেড়া লিমন বলেছেন: ভাই কবি কে এখন দরকার ছিল...........তবে যাই হউক ...আল্লাহ্‌ তাকে জান্নাত নসিব করুন । আমীন।

৮| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

গোবর গণেশ বলেছেন: নজরুল নজরুল নজরুল, অনলি নজরুল, শুধুই নজরুল আর নজরুল।

২৫ শে মে, ২০১৩ রাত ১১:০৩

তারছেড়া লিমন বলেছেন: ১০০% শুধুই নজরুল আর নজরুল।

৯| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভ জন্মদিন বিদ্রোহী কবি

২৫ শে মে, ২০১৩ রাত ১১:০৪

তারছেড়া লিমন বলেছেন: শুভ জন্মদিন বিদ্রোহী কবি , প্রেমের কবি, দ্রোহের কবি।।

১০| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: জাতীয় কবিকে নিয়ে লেখা কবিতায় ভাল লাগা । তাকে নিয়ে আমিও লিখেছি ।

২৫ শে মে, ২০১৩ রাত ১১:৪৩

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আমি আপনার টা পড়তেছিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.