নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

দিন বদলায় শুধু মন বদলায় না.............

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮



ভালবাসা শুধু তোর আঙিনায়

শিশির ভেজা শিউলী ফুল

ঘাসের ডগায় মুক্তো হয়ে ঝড়ে

দিন বদলায় শুধু মন বদলায় না।আমিআন মনে যত চাওয়া

সব ধূলো পড়া

গোধূলী বেলায়,

স্বপ্ন যত হয় গভীর ক্ষত

আশা গুলো সব শূন্যে উবে যায়

দিন বদলায় শুধু মন বদলায় না।













আমি ছিলাম আছি থাকবো কোন বয়েচলা বাতাসের ডানায় ভর করে শুধু চেয়ে থাকিস চলে যাবার পথ পানে।।।।।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

অচিন তারা বলেছেন: দিন বদলায় শুধু মন বদলায় না।
সো ট্রু...

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ অচিন তারা ..........................দিন বদলায় শুধু মন বদলায় না।

২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: দিন বদলায় শুধু মন বদলায় না। :( :( :(( :(( :((

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬

তারছেড়া লিমন বলেছেন: দিন বদলায় শুধু মন বদলায় না।

৩| ০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আশা গুলো সব শূন্যে উবে যায়
দিন বদলায় শুধু মন বদলায় না।

সুন্দর +

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই..........দিন বদলায় শুধু মন বদলায় না।

৪| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৮

একজন আরমান বলেছেন:
আশা গুলো সব শূন্যে উবে যায়
দিন বদলায় শুধু মন বদলায় না।


একদম খাঁটি সত্যি কথা ভাই।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ভাই..........দিন বদলায় শুধু মন বদলায় না।

৫| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:
আমারতো মন বদলায় শুধু দিন বদলায় না :(

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮

তারছেড়া লিমন বলেছেন: বিষয়টা কি ভাবী জানে????

৬| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫

আমি ইহতিব বলেছেন: ভালো লিখেছেন - দিন বদলায়, শুধু মন বদলায়না।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৪

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ইহতিব ভাই.....দিন বদলায়, শুধু মন বদলায়না।

৭| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দিন বদলায় , মনও বদলায় .......

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ ভাই.....দিন বদলায়, শুধু মন বদলায়না।

৮| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০

মামুন রশিদ বলেছেন: চাই দুটোই বদলাক । পূর্ণতা পাক দিন আর মন ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন রশিদ ভাই.....দিন বদলায়, শুধু মন বদলায়না।

৯| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৭

আমি বাঁধনহারা বলেছেন:



ভালো লাগলো:+++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ বাঁধনহারা ভাই.....দিন বদলায়, শুধু মন বদলায়না।

১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪২

শায়মা বলেছেন: সুন্দর!!


অনেক অনেক !!!

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৭

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা আপু.........................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.