![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
আমি শহীদমিনারে ফুল দিতে যাই না আজ ৩ বছর । আমার মনে হয় কি হবে ফুল দিয়ে । যারা ভাষার জন্য জীবন দিল রাষ্ট্র তাদের জন্য কি করেছে ? যারা কাঁধে কাঁধ মিলিয়ে ভাষার জন্য আন্দোলন করেছে তারা কি পেয়েছে? ১৯৭৬ সাল থেকে ২১শে পদক দেওয়া হয় কয়জন ভাষা সৈনিক এই সম্মানটুকু পেয়েছে? হাতে গোনা ২০ জন।তাহলে বাকি মানুষ গুলো কোথায় যারা জীবনকে তুচ্ছ করে অস্ত্রের সামনে নিজেদের বুক পেতে দাঁড়িয়েছিল। রাষ্ট্র তুমি কি এদের এতটুকু সম্মান দিতেও কুন্ঠাবোধ কর? না কি সম্মান টুকু উঠিয়ে রাখ মরার পরে কয়েকটি ফুল এর জন্য। মরার পরে মৃতমানুষকে তো সবাই সম্মান করে তাহলে জীবিত থেকে কি এরা পাপ করেছে যে শুধু মরার পরেই কয়েকটি ফুল আর কিছু কপোট বাণী পাবে?????আমাকে ক্ষমা করো তোমরা আমি তোমাদের উদ্দেশ্যে ফুল দিতে যাই না বলে , আমি একদিন এর জন্য আপ্রান বাংলা ভাষি হতে পারি না বলে আমি কপোট হতে পারি না বলে।আমি যতটুকু পারি তা হল তোমাদের জন্য মার্জনা প্রার্থণা আর তোমাদের আত্মার মাগফেরাত কামনা করে একটু মহান করুণাময়ের দরবার হতে করুণাভিক্ষার জন্য্ দোয়া করতে...এবং সেটাই করি ঘুমাতে যাবার আগে।আল্লাহতায়ালা যেন সকল ভাষাশহীদ ও ভাষা আন্দোলনকারীদের জান্নাত প্রদান করেন।আমীন।।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
তারছেড়া লিমন বলেছেন: আসলেই কি তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় সেলিম ভাই????
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪
সেলিম আনোয়ার বলেছেন: তাদেরকে প্রাপ্য সম্মান দেয়া উচিৎ