![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
অগ্নীলা ,পারবে কি আমার হাতটি ধরতে?
তোমার দু'চোখে আজ রঙীন স্বপ্ন
আমি তো রঙহীন....
তারচেয়ে চল হেঁটে আসি তপ্ত দুপুরে
এই বেশ ভাল হবে
জীবনটাকে উপভোগ করা
বাঁধনে জরানোর চেয়ে।
দুপুরের তপ্ত রোদের মধ্যে হাটতে হাটতে নিজেকে নতুন করে চিনতে চেয়েছিলাম। ঘামে ভেজা পুরো শরীর ... মাথার মধ্যে তাপদাহে শূন্যতার সৃষ্টি করেছিল । আমি এক মনে হেটে চলেছি আর ভিজছি মনে মনে । নাহ আজও বৃষ্টি হয়নি । গরম রোদে কিছুসময় দাড়িয়ে থাকলে মনে হয় কিছুটা নেশা হয়ে যায়। আমি জানি না রোদে এ্যালকোহল আছে কি না। ঠোঁটে তপ্ত অগ্নি শলাকা আর পায়ের নিচে রোদে ঝলসানো পীচ আমার সময় খানি বড্ড মায়াবী করেছিল।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২
তারছেড়া লিমন বলেছেন: এমন দোয়া কেনু করেন ভাই........................
২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কেন ভাই আপনি চান না ?
৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬
তারছেড়া লিমন বলেছেন: চাইলেইতো আর পাওয়া যায় না তাই এখন আর চাই না.............. এই তো বেশ আছি.....................
৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগছে কথাগুলো ।
৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ভাই
৪| ০১ লা মে, ২০১৪ রাত ১২:০৭
এহসান সাবির বলেছেন: বেশ তো।
০১ লা মে, ২০১৪ সকাল ৯:৪৯
তারছেড়া লিমন বলেছেন: হুমম ....... অনেক ধন্যবাদ এহসান সাবির ভাই
৫| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৪
লিরিকস বলেছেন: দীপজালা রাত জানি আসবে আবার
কেটে যাবে জীবনের সকল আঁধার
১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২২
তারছেড়া লিমন বলেছেন: সেই অপেক্ষাতেই আছি আপু..............
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
রঙহীন জীবন খুব শীঘ্রই কেউ রংধনুর রঙে সাজিয়ে দিক এই কামনা রইল।