নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

কিছু গানের ময়না তদন্ত।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮

#দিন যায় কথা থাকে।।
অফটপিক: থাম ব্যাটা কথা থাকে না।।

#দিন গুলো পড়ে মনে একেলা নির্জনে মনে হয় এইতো কাছে রয়েছ তুমি...ওহ্ পৌলমী।।
অফটপিক: পৌলমী এখন এক বাচ্চার মা অন্যের ঘরনী... হের বাচ্চা তুম্রে মামা ডাকে।

#যখন আমার ভালবাসা শূণ্যতে মিলায় তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খায়।
অফটপিক: শহরের মাইনষে এম্নিতেই কষ্টে থাকে তুমার কষ্ট কে কিনবে।।

#বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
অফটপিক: তোমার অপেক্ষায় থেকে অন্যের হাত ধরে চলে গেছে।

#সুইটি তুমি আর কেঁদ না , অভিমান করো না
অফটপিক: ফইন্নির ঘরের ফইন্নি পাখি ডেরেস কিনা দিতে কইছিল দিস নাই এখন আবার কয় ঘুম আসে না । তুই না ঘুমায়ে মর।।

#বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় , বুকটা ফাইটা যায়।
অফটপিক: আগেই কইছিলাম বেশি ভাব লওন ভাল না এবার বুঝ কত ধানে আটা।

#বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলেই গন্য হলাম।
অফটপিক: কথাটা এইটা হবে প্রেমিক হতে চেয়ে তুমার বন্ধু বলেই ধন্য হলাম।

#পৃথীবি বদলে গেছে যা দেখি নতুন লাগে।
অফটপিক: হয় আগে মাইয়ারা চুল লম্বা রাখতো আর এখন পুলারা রাখে।।

#চোখের দেখায় মনের দেখা হয় চোখের দেখায় যদি মনে রয়
ভালবেসে তোমরা তাকে কি বলবে ওহ বিজলী চলে যেও না
অফটপিক: টেনশন লিচ্চিস ক্যানে, বিজলী গেলে বৃষ্টি আসবে, জানিসতো মাধুরী যায় ঐশ্বরিয়া আসে।।

#ঘুড়ি তুমি কার আকাশে উড়ো তার আকাশ কি আমার চেয়ে বড়।
অফটপিক: বেটা সে তোর চেয়ে মালদার .............ফইন্নির ঘরের ফইন্নি তোর আকাশে থেকে লাব কি।।

ইহা একটি তারছেড়া পরিবেষনা। কাহারো কল্পনার সাথে মিল খাইলে নিজ মত হিসাব কইরে নিবেন।আপাতত এই গুলোয় থাক নাইলে পুড়ো তার কেটে যাবে।।

অফটপিক: ইহা কোন কপি পেষ্ট নহে , লেখকের নিজ মস্তিষ্ক প্রসুত । যদি এমন কিছু কোথাও দেখে থাকেন তবে আওয়াজ দিবেন।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: দারুন!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ বুরহানউদ্দীন শামস ভাই................

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪২

রাসেলহাসান বলেছেন: ভালো বলেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ রাসেলহাসান ভাই....

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২২

সুমন কর বলেছেন: হাহা....,মজার ;)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৯

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর ভাই....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.