নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

চলমান জীবন ধারা সাথে আমার কিছু চুলকানী

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

শালা চম্র একটা দ্যাশের নাগরিক আমরা । সবাই ফাঁটা কেষ্টর ভক্ত। খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরী করে।বুদ্ধি হওনের পর থেইক্যা একটা সময় ও দ্যাখলামনা যে দ্যাশটায় কুনো আন্দোলন নায়........... তুরা পারেন ও ।একই সাথে সাপের মুখে চুমু দিতে আবার বাঘের মুখে চুমু দিতে। এই না হইলে আমার দ্যাশ। বাঙ্গালি বীরের জাত ইডা পরমান করতি করতি জীবন শ্যাস। খালি চামড়ায় চুলকায়ি ক্যাবা কইরি ঘাঁ করতি হয় তা মুনে হয় আমাই জানি। বিশ্ববাসি তুমাদের যদি কোন টপিকের দরকার হয় তাইলে আমাদের কাছ থেকে ধার নিও। একমাত্র আন্তর্জাতিক মানের কনসালটেন্সি ফার্ম হিসাবে আমরাই একমাত্র তুমাদের ভয়+ভরসা দুইটাই দিচ্ছি। বিফলে ১০০% গ্যারান্টি সহ মূল্য ফেরত অফার সাথে বাই ওয়ান গেট ওয়ান এ্যক্কেরে ফ্রী।

অফটপিকঃ ১৯৯৬ থেকে চলমান মানে আমার দ্যাখা সকল সমস্যা ও সমাধানের উপ্রে ভিত্তি কইরি লেখা।

সতর্কতাঃ ইহা যদি কোন ব্যক্তি সাধারনের জীবন ঘনিষ্ট কোন বিষয়-আশয়/কোন টপিক-অফটপিক এর সাথে মিলখায় তবে তাহা একান্তই কোকীলতালীয় ব্যাপার যাহার সাথে লেখকের কোনরূপ যোগসূত্রতা নেই। লেখক নিত্যান্তই সব আবালের দেশের একজন নিষ্ঠাবান আবাল। আর জানেনই তো আবালে কি না বলে।।

এখানে লেখকের বর্তমান অবস্থান আর পূর্বের অবস্থানের ভাষাজ্ঞান সংমিশ্যন করা হয়চে। তাই ভাষা গত ভুল হতিই পারে। ইডা সম্ভব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: চমৎকার।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ প্রামানিক দা...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.