![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
জীবনের সব দিবা-স্বপ্ন গুলো যদি সত্যি হইতো তাইলে আমার বর্তমান অবস্থান কি হইতো তাহা ক্ল্পনা কইরি আর কুলাতি পারছিনি।
# ছোট বেলার স্বপ্ন সবাই ডাক্তার/ ইন্জিন হবার স্বপ্ন দেখে আমি ভাবতাম গোয়েন্দা অফিসার হব।
# উঠতি বয়সে প্রমে পড়লাম শয়নে স্বপনে তার নাম ফলাফল ১ম জন শোনার পরথেকে ঝগড়া যা আজও শেষ হয়নি, ২য় জন যদি কপালে থাকে তো হবে ফলাফল সব বাড়ি একই সেইম সে এখন পরের ঘরনী, ৩য় জন এইটারে আগেই কয়ছিলাম আম্রে না পুষায়লে কইয়া যাইয়ো ফলাফল ৩মাস পর যোগাযোগ বন্ধ ৬মাস পর শুনি আরেকজনের সাথে ভেগে গেছে.......... মোদ্দা কথা হইলো সব সময়ই আমি বর্তমান । দাড়ি, কমা কিছু নাই।
# ভাবলাম কবতে লিখি , কি ছাইপাশ লিখি নিজেই জানি না। বিরহ ছাড়া কিচ্ছু আসে না আমি তো আবার রুমান্টিক না।
#ভাবলাম সাংবাদিক হব , দেখলাম ইডাও সম্ভব না
# জীবনে চরম বাঁশ চর্চার অপরনাম মার্কেটিং ইহা বর্তমান আমার কর্ম।
# বাপ-মা, ছোটভাই পিছে লাগছে বিয়া দিতে ............. আক্ষেপ আর কতদিন একা থাকতি পারবো।
# ভরসা একটায় সবাই বিয়া বিয়া কইরি লাফাচ্ছে কিন্তু মেয়ের সন্ধান কেউ করছে না ভাবছে আমার লগে কারও ইটিশ-পিটিশ আছে।
সর্ব শেষ অফটপিকঃ হবু বউয়ের কাছে খোলা চিঠি
ডিয়ার হবু বউ,
তুমি কুনে আছ জানি না। যত দ্রুত সম্ভব তমি আমার হীতা কাঙ্খীদের সাথে যোগাযোগ কর নইলে আমার পার নাই। ফুপু কইছে তার মাইয়া থাকলে আম্রে দিত তুমি নিশ্চিন্ত থাক ফুপুর কুনো মাইয়া নাই। আমার বান্ধবীদের কুনো শালী নাই আর বন্ধুদেরও কুনো ননদ (যাদের ননদ আছে তারা গুপনে আওয়াজ দিস আমি কাউরে কবনানে)নাই। তুমার পথ এক্কেরে ফিলিপ্স বাত্তি জালাইয়া ফকফকা।
এই পত্র খানা পাঠ করিবা মাত্রই তুমি চলিয়া আসিও কারন আমার সিঙ্গেলখাটে ঘুমানোর অভ্যাস নাকি বেদম ভাবে পালটায়ে দিবে গুরুজনেরা কইছে। আর আমার বিষয়ে একদম ভাববানা আমি চম্র নিরীহ গোছের গৃহপালিত একজন পুরুষ (সব পুরুষই গৃহে পালিত হয়)। শুধু বাপের বাড়ি থেকে আসার সুম একখান হারিকেন হাতে লইয়া আসিও (বিদ্যুৎ চম্র ভাবে ডিসটাপ দেয়) ও আকখান ঝাটা আনিও মুরুব্বীরা কইছে আম্রে সকাল বিকাল ঝাটা পাইনিট না করলি নাকি সোজা করা যাবিনা।
তো ঐ কথাই থাকলো কবে আসিচচো জানাইয়ো।
ইতি তুমার গৃহপালিত..........আমি।।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
তারছেড়া লিমন বলেছেন: হাসতেই আছে কেউ আম্র সমাধান দিল না......... অনেক ধন্যবাদ ভ্রাতা।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: হে হে হে মজার ব্যপার সেপার।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৪
যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: হে হে ভাইজানেরে বউ হাগলে দইরাছে হে হে হে কিচ্ছু কমু না
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫
হতাস৮৮ বলেছেন: হাসি তো থামে না রে ভাই... কি শুনালেন এইডা...।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: ১০০% মজার গৃহপালিত লেখা।
হবু ভাবী আইসা বর্তমানরে যেন অতীত না কইরা দেয়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
তারছেড়া লিমন বলেছেন: ভাইজ্ন কা দুয় দিলেন???অনেক ধন্যবাদ ভ্রাতা।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
বিমল বিডি বলেছেন: আমারটা তো আমি জুইটা ফালাইছি
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
তারছেড়া লিমন বলেছেন: ভালা কাম করিচেন
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৩
ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: কিতা কইতাম! খাড়ান হাইসা লই