![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
সেই যে ছোট্ট মেয়েটি
যে বাবার হাত ধরে বেড়িয়েছিল
একটু বাচার আশায়
না সে আর ফিরে আসেনি।
সেই যে মেধাবী ছেলেটি আজাদ না কি যেন নাম
তার ভাত খাওয়া হয়নি
না , মা ও কখনও মুখে তুলেনি
আর কোন ভাতের লোকমা।
আমি সেই মেয়েটির কথা বলছি
যে স্বপ্ন দেখেছিল ছোট্ট সংসারের
তার মগজটা ছিটকে পড়েছে
তার স্বপ্ন গুলো বারবার ধর্ষিত হয়েছে চার দেয়ালে ।
না আমি কোন রুপকথার গল্প বলছি না
না এ কোন দানে পাওয়া নয়
চরম আত্মত্যাগে পাওয়া আমার মা
আমার দেশ বাংলাদেশ।।
যদি কোন চুতিয়া আমার মায়ের বুকে কালিমা লেপতে চাই
আমি তার কলিজা টেনে ছিড়ে নেব
আমি মেরুদন্ডহীন নই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
তারছেড়া লিমন বলেছেন: আমিও দীপ্ত কন্ঠে বলতে চাই আমি মেরুদন্ডহীন নই । অনেক ধন্যবাদ হিমু ভাই।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৮
অন্ধবিন্দু বলেছেন: বড়ই শক্ত কথা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ অন্ধবিন্দু ভাই।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৫
নিয়েল হিমু বলেছেন: আমি মেরুদন্ডহীন নই