![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
যাচ্ছ তুমি যাচ্ছি আমি
দেখছে সবাই চোখ পাকিয়ে
দেখছে সবাই বলছে একি!
গোল্লায় গেল গোল্লায় গেল
হচ্ছেটা কি এখন দেখি
দিচ্ছে ফাঁকি লোক ঠকিয়ে
পুড়ছে পকেট বাড়ছে ভুড়ি
এসব তো নয় মিথ্যে মেকি।
তোমরা যারা স্বপ্ন দেখ
নতুন ভোরের
সূয্যিমামা দিচ্ছে হামা
তোমার দেখা স্বপ্ন গুলো
দেখবে কি ওই গাধা গুলো?
ভাবছো আমি মিথ্যা বলি
আসলেই কি সত্যি বলি
ঘুম থেকে রোজ উঠেই বলি
শপথ আমার শপথ আমার
ধুর শালা আজ মগজ টাতেই
মিথ্যে গুলোর সত্যি কি সাঝ।
মাঝে মাঝে কবিতার নাম খুজে পাই না তখন দোস্তরা হেল্পু করে .......... জাহিদ দুস্ত তোরে ...........না থাক ...........আমার শালীর লগে প্রেম করিস তোরে ভাইরা বানামু।।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
তারছেড়া লিমন বলেছেন: আমি তো গান লিখতে পারি না আপুনি................ যদি মনে হয় তবে সুর করে দেখতে পারেন
অনেক ধন্যবাদ আপু।।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২১
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
শায়মা বলেছেন: গান হলে খুবই ভালো হবে ভাইয়ু!!!!!!!!