![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
#যখন তুমি ধর্ষক আর আমি ধর্ষীত
গনতন্ত্র তুমি বার বার ধর্ষণ কর আমাকে
বলবে গনতন্ত্র, কি আমার রাষ্ট্রীয় অধিকার?
#ভেবেছিলাম এবারের পূর্ণিমাতে তোমায় নিয়ে জোৎস্না দেখবো
আমার ভাললাগা গুলো সঁপে দেব তোমার নীল আঁচলে!
আজ আমি একা, চাঁদ টা বড্ড বেশি মলিন
আমার কি কখনও জোৎস্না দেখা হবে না?
#তোমার-আমার মাঝের ব্যবধান শুধু তুমি
তাই তোমাকেই ভালবেসে সহস্র নক্ষত্ররাজির মাঝে
আজ চাঁদের মত একাকী ...........
মেয়ে ,তোমায় শুধু তুমি বলতে বড্ড ইচ্ছে হয়...........
#শুধু তুমিটাই অধরা হয়ে থাকল
নীল শাড়ী নীল টিপ
আর চাঁদনী রাতে বালুকাবেলায় হাঁটা হল না
মেয়ে তুমি সব বোঝ শুধু মন বোঝ না।।
#তুই কি জানিস তোর বুকেরই ছোট্ট একটি কোনে
আমার স্বপ্ন লুকিয়ে আছে.? আছে কি তোর মনে.............?
০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা.........
২| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।
০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা.......
৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো সবগুলোই..
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা.......
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০
গেম চেঞ্জার বলেছেন: কাব্যিক ভাললাগা।