![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
সেদিন সন্ধায় ছোট্ট ছেলেটি পাশে এসে দাড়িয়েছিল
কি যেন বলতে চেয়েছিল
তখন প্রচন্ড ব্যস্ত আমি রিক্সা ভাড়া মেটাতে হবে
আবার গন্তব্যে পৌছুবার জন্য তিনচাকার যান্ত্রীক বাহনে উঠতে হবে
আমার ভাল করে দেখার সময় হয়নি তার মুখ খানি।
হাত ইশারায় সরে যেতে বলে ছিলাম
আমার তো কথা বলার ফুসরত নেই।
জানিনা কি ভেবে সে ঠায় দাড়িয়ে ছিল
আন মনে পকেট থেকে ২ টাকা বের করে দিয়ে ছিলাম।
সে সামান্য ২ টাকাতেই খুশি
আর আমি ব্যস্ত আমার গন্তব্যে পৌছুনোর তাগিদে।
তার পরের গল্পটা থাক শুধু এত টুকু বলতে পারি
কিছুক্ষন পরে আমি তার মুখে হাসি এনেছিলাম
যে হাসি আমি কখনও দেখি নি কারও মুখে
যে অভিব্যক্তি আমি কখনও দেখিনি
কোন সুখের গহীনে থাকা মানুষের মুখে
আমি ও এমন হাসি হাসতে পারি না...............
ভেবেছি এখন থেকে মাঝে মাঝে
তার হাসি দেখার লোভে আমি প্রতীক্ষা করবো।
জানিনা কুরুণাময় আমাকে সে সুযোগ দেবেন কি না।
©somewhere in net ltd.