নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

এক্সিকিউটিভ অফার (মার্কেটিং বচন-২)

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০

গতকালের পর আবার এসেছি সেই মার্কেটিং এর প‌্যারা নিয়ে। আজকের বিষয় এক্সিকিউটিভদের জন্য কোম্পানী ঘোষিত অফার। কোম্পানী তার এক্সিকিউটিভদের জন্য অফার দেয় যে আপনারা যদি এই টার্গেট অর্জন করতে পারেন তবে আপনাদের লোভনীয় ট্যুর এর ব্যবস্থা করা হবে।আর আজ সেই অফারের ঠিকুচি নিয়ে আমার পরিবেশনা।

কোম্পানীকে ভাল ব্যবসা দিলেন আর কোম্পানী আপনাকে ট্যুরে নিয়ে গেল। আর সেই ট্যুরটি হবে দুই রাত আড়াই দিন।যার মধ্যে দ্বিতীয় দিন থাকবে মিটিং।যার প্রথম দিন সকালে আপাকে কাঙ্খিত স্থানে নিয়ে যাবে আর আপনাকে বলবে আজকে আপনাদের বিশ্রাম নেবার দিন। তখন আপনি চিন্তা করবেন আসছি তো দুই দিনের জন্য আজ ঘুরেই কাটিয়ে দিই।তৃতীয় দিন সকালে আপনি নিজ গন্তব্যে রওনা হবেন। এই সমস্ত বিষয়টি এমন যে এক্সিকিউটিভরাও ছাড়ে না আর কোম্পানীও পারে না।

মোরাল অফ দা ইস্টুরী:

কোম্পানী আপনাকে অফার করবে মিষ্টি খাওয়ার জন্য যা ইতি পূর্বে আপনি দেখেন নি আবার খান ও নি । তো কোম্পানী আপনাকে মিষ্টির দোকানের সামনে নিয়ে যাবে আপনি জানতে চাইবেন আপনার বস এর কাছ থেকে স্যার দোকানের সেলফে বিভিন্ন বর্ণের বিভিন্ন সাইজের লোভনীয় বস্তু সামগ্রী কি জিনিষ।জবাব পাবেন উহাদের মিষ্টি বলে। জানতে চাইবেন টেষ্ট কেমন। জবাব পাবেন হারামজাদা কোনদিন চিনি খাস নি!!!

ইহা একটি তারছেড়া পরিবেশনা।।
ইহ জাগতিক কোন কিছুর সাথ নিজ দায়িত্বে মিলিয়ে নেবেন। লেখক কে কোন রূপ দোষারোপ করবেন না। সব আবালের দেশে লেখক ও একজন আবাল ,একজন মার্কেটিং এক্সিকিউটিভ।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

গেম চেঞ্জার বলেছেন: হারামজাদা কোনদিন চিনি খাস নি!!




=p~

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২২

তারছেড়া লিমন বলেছেন: :#) :#) :#) অনেক ধন্যবাদ ভাই.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.