![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
গত পোষ্টের পর আবার এসেছি সেই মার্কেটিং এর প্যারা নিয়ে।দেখা যাক প্যরা গুলো কত সহজ ও সাবলীল।
কোম্পানীর ফিল্ড লেভেলে যারা কাজ করে আসলে তাদের প্রতি পিসের মত হারামজাদা জগত সংসারে দ্বিতীয়টি মেলা ভার। সবাই একএক বিষয়ে এক একটা মাষ্টার পিস। কাটি হাতে সবাই সবার পিছনে সর্বদা প্রস্তুত। আর সবচেয়ে মজা হল এদের চেয়ে সিরাম মাষ্টার পিস ট্রেইনার গণ। সালার একেতো টার্গেটের জ্বালা তার উপ্রে বসের ঠ্যালা এর মধ্যে কম্বিনেশন ঘটানোর চেষ্টা ট্রেইনার মহদয়ের। ভাই আমরা যারা রুট লেভেলে আছি যাদের কোন শালায় বুঝেনা। পেটে ক্ষুধা মাথায় বোঝা নিয়ে যতই এগোবার চেষ্টা করে না কেন দিন শেষে সেই শূণ্য। যতই ভাল কাজ করেন না কেন কোন সুবিধা নাই নতুন যারা নিয়োগ পাবেন তারা আপনার চেয়ে সকল সুবিধা বেশি পাবেন তারাই আবার ইচ্ছে হলে বাঁশ দিবেন আইক্কা সহ .............. আসলে এইটা এসি রুমের বাসিন্দাদের কাছে কোন ব্যাপার না। বছর শেষে কিছু নীতি বাক্য কিছু আশ্বাস আসলে ঘুমের মাঝে কোর্মা-পোলাও ঘুম শেষে পান্তাও জুটেনা অবস্থা। যার যত তেল মারার ক্ষমতা বেশি সে তত উপ্রে উঠবে আর যাদের সুপারিশ করার লোক নেই বা তেল মারার ইচ্ছা যারা পোষণ করে না তারা যুগ যুগ ধরে তেলাপোকার অবস্থানে বিরাজ করে।
মোরাল অব দা ইস্টুরী: ভাল কাজ করেন প্রমোশন হবেই............... দ্যটস নট ফেয়ার ............ এভরিথিং ইজ পসিবল ইফ ইউ সে ইয়েস স্যার , আই আই স্যার, আই ডু স্যার অর অনলি ওয়েলিং। ইফ ইয়োর বস ইজ হ্যাপি দ্যান এভরিথিং ইজ রাইট ফর ইউ।
সো, সে ইয়েস ফর ইয়োর বস........ থিংক পজেটিভ ... বি পজেটিভ ... লাষ্ট ওয়ান ইজ মাই ব্লাড গ্রুপ।। কিপ স্মাইলিং বি হ্যাপি।।
ইহা একটি তারছেড়া পরিবেশনা।।
ইহ জাগতিক কোন কিছুর সাথ নিজ দায়িত্বে মিলিয়ে নেবেন। লেখক কে কোন রূপ দোষারোপ করবেন না। সব আবালের দেশে লেখক ও একজন আবাল ,একজন মার্কেটিং এক্সিকিউটিভ।।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৩
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ...................থিংক পজেটিভ ...
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৩:০৬
মানবী বলেছেন: "থিংক পজেটিভ ... বি পজেটিভ ... লাষ্ট ওয়ান ইজ মাই ব্লাড গ্রুপ।। "
- :-)