![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
ফাগুন হাওয়ায় দুলুনিতে দুলছে
কেমন আমের মুকুল
হচ্ছেটা কি এই শহরে
বৃষ্টি ভেজা এই সকালে
হাটছি আমি একলা পথিক।
ঢুলু ঢুলু চোখ
জমছে না ঠিক
জল ও কাদায়
ইচ্ছে করে
চামুচ জলে
ওদের ধরে
চুবিয়ে ছাড়ি।
খিস্ত গুলো
আর আসে না
বিশ্রী সব ফ্যাশন দেখে
থাক ওরা থাক
ওদের মত
খিস্তি নিয়ে জীবন কাটাক।
পৃথিবীটা আজ ও
পাইনি খুঁজে
প্রিয়তমার
চোখের তাড়ায়।
ভাবছি আজি
লিখবো বসে
হচ্ছে না ঠিক
জ্যামিং ফ্যামিং
কী-বোর্ড আর
হাতের ছোঁয়ায়
চায়ের কাপে
দিচ্ছি চুমুক
স্বপ্ন ফিকে
বিড়ির ধোঁয়ায়।
অল্প ঘুমে
যাচ্ছি ভেসে
ধুর ছাই
কি
কি ভাবছি বসে
ভাল থাক ফুল
কদম-বকুল
পাতার ফাঁকের
আমের মুকুল
পলাশ-শিমুল
কৃষ্নচূড়া-রাধাচূড়া
ফাল্গুনী এই দমকা হাওয়া
বৃষ্টি ছোঁয়ায়
নব জাগরনে
প্রাণ পাক
সব ভালো থাক।।
১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৫
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ...................
২| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪
অগ্নি সারথি বলেছেন: সুন্দর! আছেন কিরাম লিমন ভাই।
১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫০
তারছেড়া লিমন বলেছেন: ভালো আছি ভাই.... আপনি কিরাম আছেন আর কতি আছেন?
৩| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৪৯
অগ্নি সারথি বলেছেন: রংপুরে আছি। দিনাজপুরের দিকে থাকলে আওয়াজ দিয়েন ফেসবুকে।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫
তারছেড়া লিমন বলেছেন: ওকে বস.................
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৭
অতঃপর হৃদয় বলেছেন: বাহ!
