নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

মার্কেটিং বচন-৪

১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৪


গত পোষ্টের পর আবার এসেছি সেই মার্কেটিং এ বাঁশ কত প্রকারে ক্যারিয়ার কে এগিয়ে নিয়ে যায় তা আলোচনা করবো।। কার ও কোন সহানুভূতি থাকলে এগিয়ে আসেন।।। কমেন্ট করে যাবেন মন্তব্য পরে পাবেন।।


পণ্যের সাথে নিজেকে চড়া দামে বিক্রয় কৌশল হল মার্কেটিং বা বিপনন। যখন তোমার প্রয়োজন ফুরাবে তখন তুমি অপাংতেয়। অথচ তোমার অৎভুদয়ের নিরব সাক্ষী যারা ছিল তারা তোমাকে পাশ থেকে নিরবে বাঁশ দিয়ে যাবে। কখনও তোমার কাজটা মনের মত হবে না ......... না তোমার, না তোমার বসের। নিজেকে উৎসর্গ কর বাঁশ খাবে অপরের সহানুভূতি দেখাও বাঁশ খাবে। কখনও ফাস্ট্রেশনে ভুগবে কখনও ডিপ্রেশনে না ঘরে বউ বুঝবে না বস । যখন তোমার টার্গেট ঠিক করে এগুবে তখন বাঁশ তোমার জন্য তোমার অগোচরে তৈরী থাকবে। সো নো টেনশন বি রেডি ফর আনক্লিন ব্যাম্বো। তাই, জীবনে বাঁশ(অবশ্যই কন্চি সহ) চর্চার অপর নাম মার্কেটিং।






ইহা একটি তারছেড়া পরিবেশনা।।
ইহ জাগতিক কোন কিছুর সাথ নিজ দায়িত্বে মিলিয়ে নেবেন। লেখক কে কোন রূপ দোষারোপ করবেন না। সব আবালের দেশে লেখক ও একজন আবাল ,একজন মার্কেটিং এক্সিকিউটিভ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.