![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
জীবনে পরম সুখ লাভের তিনটি উপায়:
১। বউ যাহা বলে তাহা করুন
২। বউ এর হ্যাঁ তে হ্যাঁ বলুন
৩।বউ কে বিশ্বাস করান আপনার বউ এর চেয়ে আর কোন জ্ঞানী ব্যক্তি ও সুন্দরী তাবৎ পৃথিবীতে নাই অর্থাৎ সর্ব সময় তৈল মর্দণ করে চলুন।
মোরাল অব দ্যা ইস্টুরী: পরকীয়া এরিয়ে চলুন পরিবেশ ভালো রাখুন।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৬
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ মানবী........ সব সময় ভাল থাকুন আর প্রাণ খুলে হাসতে থাকুন............
২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২০
সাহসী সন্তান বলেছেন: পোস্টে আইসা ব্যাপক সুখ হাসিল কর্তে পার্লাম তার্ছেড়া ভাই! তয় পোস্ট পইড়াতো মাথার ভিত্রে এক্কান কইশ্চেন ঘুরতাছে! ইয়ে মানে বউরে তেল মার্তে গেলে ঠিক কোন তেল্টা বেটার হইবেক সেইটা একটু বলা যাবে কি? না মানে যদি অভিজ্ঞতা কিছু থাকে তাই আর্কি.....
তাছাড়া খাঁটি তেল পাওয়াও তো এখন মুশ্কিল! পরিচিত কোন খাঁটি তেলের দোকান থাকলেও কইতে পারেন! ইয়ে মানে চিনা রাখতাম আর্কি!
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০
তারছেড়া লিমন বলেছেন: ভাই দুনিয়ার তাবৎ বাঘ-সিংহ ঐ এক জায়গায় বিড়াল হয়ে যায়। আপনে নেহাৎ সাহসী জীবনের মোক্ষম কাজটি যদি না করে থাকেন তবে এখনই সু-সময়.......... বিয়েটা সেরে ফেলুন বাকিটা আপনা-আপনি শিখে যাবেন।কোন দোকানে পাওয়া যাবে সেইটাও বুঝে যাবেন
৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৫
অতৃপ্তনয়ন বলেছেন: ভালো বলেছেন। যারা তেল মারে তারাই পরকিয়া বেশি করে কিন্তু
যারা পরকিয়া করে না তারা একটু কমই তেল দেয়ার তালে থাকে।
০১ লা মে, ২০১৭ রাত ১২:৪৩
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ...... সব সময় ভাল থাকুন আর প্রাণ খুলে হাসতে থাকুন............
৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৪
কানিজ রিনা বলেছেন: ঠিক বলেছেন নয়ন, যারা পরোকীয়া করেনা
তারা তেলও মারেনা ইহাই সত্য।
০১ লা মে, ২০১৭ রাত ১২:৪২
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ...... সব সময় ভাল থাকুন আর প্রাণ খুলে হাসতে থাকুন............
৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৩
সৌমিক আহমেদ খান বলেছেন: আসসালামুআলাইকুম অরহমাতুল্লয়াহ।
চুম্মা।
আমিন
০১ লা মে, ২০১৭ রাত ৯:১১
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ...... সব সময় ভাল থাকুন আর প্রাণ খুলে হাসতে থাকুন............
৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সম্ভব হলে এডিট করে ছবির হিন্দি লেখাগুলো মুছে বাংলা দিলে ভালো হতো।
ধন্যবাদ তারছেঁড়া লিমন।
০১ লা মে, ২০১৭ রাত ১২:৪২
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ...... সব সময় ভাল থাকুন আর প্রাণ খুলে হাসতে থাকুন............
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০০
মানবী বলেছেন: কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে বয়ঃবৃদ্ধ জুটির সাক্ষাৎকার নেয়া হয়েছিলো, দীর্ঘতম সময় বিবাহিত থাকার বিশ্বরেকর্ড খুব সম্ভবত তাঁদের অধিকারে।
ভদ্রলোকের কাছে যখন জানতে চাওয়া হয় তিনি কিভাবে এতো দীর্ঘ সময় সুখেশান্তিতে বাস করেছেন, শতোর্ধ বয়সের ভদ্রলোক হাসিমুখে জানালেন, "আমার বিবাহিত জীবনের একটিই মন্ত্র ছিলো "ইয়েস হানি" -অর্থাৎ, স্ত্রী যাই বলুক তাতে সন্মতি জানানো :-)
পোস্টের জন্য ধন্যবাদ।