নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

মার্কেটিং বচন-৫

০৭ ই মে, ২০১৭ রাত ১১:৩৭



যখন কর্তা বাবুর অত্যান্ত অনিচ্ছা স্বত্বেও তাহার প্রতিটি কথার সাথে তাল মিলিয়ে আপনার হস্ত দুখানা কচলিয়ে বত্রিশ দন্ত বিকশিত করে হ্যাঁ স্যার, জী স্যার, আপনি ঠিক বলেছেন স্যার, আনার কথার সাথে আমার সহমত আছে স্যার কিন্তু নাহ ওটা কিছু নয় ইত্যাদি বাক্য মিশ্রিত বাক্য প্রয়োগের সাপেক্ষে নিজের কতৃত্ব প্রমাণের আপ্রাণ প্রচেষ্টার মহা প্রায়গীক ক্ষমতাকে তৈল মর্দন বলে।
সাধারনত ইহার ক্ষমতা অসীম বলে ধরা যায়। যাহার ফল সরূপ প্রমোশন সহ অন্যান্য সুযোগ সবিধা বহুগুনে বর্ধিত হয়।
আর যাহার এই ক্ষমতা আমার মত তাহার অবস্থা আমার চেয়ে অন্যকেহ অনুধাবন করিতে পারিবেন না।

জীবনে বাঁশ(অবশ্যই কন্চি সহ) চর্চার অপর নাম মার্কেটিং।
ফটোক গুগল মামু থেকে প্রাপ্ত।।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৭ রাত ২:১০

জসীম অসীম বলেছেন: আমি বিগত 20 বছরে 10 বার কুমিল্লার স্থানীয় পত্রিকার দায়িত্বশীল চাকুরি ছেড়েছি। তারপর ফ্রিল্যান্স সাংবাদিক। অতঃপর আমার শ্বাশুড়ির এক পুরনো পত্রিকার সম্পাদনা করতাম। তাও ধরে রাখতে পারিনি। কারণ ওই যে, মার্কের্টিং বচন শিখিনি। আর বাকি জীবনেও এই বচন রপ্ত করার ইচ্ছে নেই।

০৮ ই মে, ২০১৭ রাত ৮:৪০

তারছেড়া লিমন বলেছেন: সবার জন্য সব না.................. কিছুদিন আগে মোটিভেশনাল ভিডু দেখছিলাম উইল পাওয়ার নিয়া ............. কিন্তু অয়েল পাওয়ার এর গুন এর চেয়ে বেশি মোটিভেশনাল............. অনেক ধন্যবাদ ভাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.