নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

বাজেট........... আই মন প‌্যাচ খেলি B-) B-)

০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:৪৪


ঈদ আসছে উপলক্ষ ও সেই, বেতনও সেই একই........... বোনাস কোন মতে নামকাওয়াস্তে বাড়ি যাওয়া আসায় অর্ধেক শেষ আর বাকীটায় কোনমতে দায়সারার প্রাণাান্তকর প্রচেষ্টা করা। বাবা-মা, ভাই-বোন, বউ,পিচ্চি রা, শ্বশুর -শ্বাশুড়ি আরও অনেক শুভাকাংখীদের মান রাখতে জীবনটা বাজেটময় হয়ে যাবে। আসলে আমি ও এইবার আমাদের গণতান্ত্রিক বাজেটের মত গণতান্ত্রিক কোন উপায় বের করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি যদি কোন রকম উতরিয়ে যাই তো কথায় নেই................ না হলে সরকারের দায় মাথায় নিয়ে কর্পোরেট মনোভাব ব্যক্ত করে সহাস্যে দিননিপাত করিব আর তাহা না পারিলে আধ দামড়ার মত বগল কামিয়ে বাজেটের মা-বাপরে নিয়া হরি কৃত্তন করিব। জয় বাংলা ,,,,,,,,,,,,,,, জয়তু বাজেট।।
কিউরিয়াস মাইন্ড প‌্যাচ খাইছে একখান প্রশ্নে...............চুমুর উপ্রে কোন ভ্যাট ধার্য করা হয়েছে কি??

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:৪৯

শাহারিয়ার ইমন বলেছেন: চুমুর উপর কর দিতে কত দেরি পাঞ্জেরি ?

০২ রা জুন, ২০১৭ রাত ৯:১৭

তারছেড়া লিমন বলেছেন: আমারও তো সেই প্রশ্ন ইমন ভাই.................. ;)

২| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:৫৫

ঢাকাবাসী বলেছেন: একটা সরকার গরিব মানুষের উপর এতটা নিষ্ঠুর নির্মম হতে পারে? করের বোঝা বাড়িয়ে মেগা প্রজেক্ট, লুঠেরা ব্যাংকগুলোকে আমাদের টাকা থেকে আরো টাকা সাহায্য, গাড়ির দাম কমে আর চালের দাম আবগারি শুল্ক বাড়ে! আরো বলব?

০২ রা জুন, ২০১৭ রাত ৯:২৩

তারছেড়া লিমন বলেছেন: ভাইরে অনেক দিন আগে লিখছিলাম একএক জন মাল আমাদের মন্ত্রী হয়........... এরা দেশটা বাংলালিংক দামে পাই তো তাই এমন করে............ একজন মদের দাম কমায় তো অন্যজন গাড়ির........... আর আমরা তো ভেতো বাঙ্গালী আমাদের তো ভাতের দাম যাই হোক চা খাবার অভ্যাস তো আছে............

৩| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:

দেশকে সিলেটের কলোনী বানায়েছেন মুহিত সাহেব; কিবরিয়া সাহেব, সাইফুর রহমান ও মাল মুহিত জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে।

০২ রা জুন, ২০১৭ রাত ৯:২৬

তারছেড়া লিমন বলেছেন: ভাই রে এক বিঘা জমির ধান কাঁটতে ৫/৭ হাজার টাকা খরচ করছে সাধারন কৃষক আর এরা তো ভাত খায় না সব ডায়াবেটিকস্ এর রুগী ........................ কৃষক দাম পাক চাই না পাক আমরা চা খাব...............

৪| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:০১

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: সরকারী ব্যাংকের চালিকাশক্তি খুচরা গ্রাহকরা। রেমিট্যান্স আগে থেকেই কমছে। এখন আবগারি শুল্কের জন্য আমানতকারীও কমে যাবে। বেসরকারি ব্যাংকেও এর প্রভাব পড়বে। ভবিষ্যৎ অন্ধকার।

০২ রা জুন, ২০১৭ রাত ৯:৫৫

তারছেড়া লিমন বলেছেন: ভাইরে কারো লুংগি খুলে আর কারো খুলে কপাল............... আমরা প্রথমটার দিকে তাই আমাদের শরম থাকতে নাই.........

৫| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: আমি প্রতিমাসে বাজেট করি। কিন্তু বাজেট মতো চলে না। বিশেষ করে মাসের শেষ দিন গুলোতে আমার খুব কষ্ট হয়।

০২ রা জুন, ২০১৭ রাত ১০:০২

তারছেড়া লিমন বলেছেন: আমি আপনার ভাবীর কাছ থেকে ধার করি আবার বেতন পেলে দিয়ে দিই...............

৬| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:১০

ধ্রুবক আলো বলেছেন: প্রশ্ন টা ভালোই। বাজেটে এখন সংসার চলে না।

০২ রা জুন, ২০১৭ রাত ১০:০৬

তারছেড়া লিমন বলেছেন: হয়রে ভাই...... বাজেট বাড়ে বেতন বাড়ে না.........

৭| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: তারপরও সব কিছু ঠিক আছে।
আমি না সরকার বলছে।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১২:০৯

তারছেড়া লিমন বলেছেন: আসলে আমরা কিছু বলি না যা বলার সেই বলে...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.