নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

আবোল - তাবোল ভাবনা........

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১২:০২



কোন ব্যটায় যেন বলেছিল গরম যখন বেশি পড়ে পাগলে নাকি তখন বেশি চ্যাতে............ মাথার কিডনী তখন হাঁটুর নীচে নেমে আসে আর আমার কিউরিয়াস মাইন্ড তখনই প‌্যাঁচ খায়। সমস্ত উঠতি বাজারের সাথে তাল মিলিয়ে সূর্যমামা তার ও তাপমাত্রা সমানুপাতিক করে আর আমার অবস্থা বাথরুমের কমোডে বসে প্রাকৃতিক কর্ম শেষ করার পর যদি পানি না থাকে তবে ...............(বিদ্যুৎ বিভাগের কোন দোষ নেই দেশে বিদ্যুৎ এর কোন ঘাটতি নেই) হেন আইডিয়া নেই যা মাথায় আসে না। ঘরের বউকে প্রণয় ব্যক্ত করতে গেলে ভ্যাট+ট্যাক্স সব মিলিয়ে ফোনে একবার লাব ই্যুঁ আর দুইখান চুমু.... জীবনে আর কি চায়.... বিড়ির দাম বেড়েছে।কমেছে মানুষ নামক দুপেয়োর মনুষ্যত্ব । আমি দাদা কর্পোরেট আদলে চলি বেতন যা পাই ওটা স্রষ্টার অশেষ দয়া ........ এরই মাঝে বুয়ার আবদার বেতন বাড়াতে হবে ............ বাজারে মালের দাম উঠতি , সামনে ঈদ............. কোন টেনশন নাই ........ নিজে জন্মেছি ভ্যাট+ট্যাক্স দিয়ে আমার অনাগত সন্তানও ভ্যাট+ট্যাক্স দিয়েই জন্মাবে কোন ডাক্তারের ছুরি কাচিঁর তলে বাবার মত সে ও হবে হাইব্রিড দেশপ্রেমিক । আসলে জীবনে বাঁচতে হলে ইস্যু চাই........ আর সবচেয়ে বড় ইস্যু হলো সব সম্ভবের দেশে প্রিতৃ প্রদ্ত্ত জীবন বাঁচানো।
এহেন অবস্থা কল্পনা করে রবি বাবু বলেছেন তা ছিঁড়ে গেছে কবে............... এত কিছুর মাঝেও জীবন চলছে বেশ......এই বেশ ভালো আছি.......... রাতে মশা আর দিনে মাছি।।


ছবি: গুগল..............

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১২:২০

সুমন কর বলেছেন: আবোল - তাবোল ভাবনায়ও কিন্তু চিন্তার বিষয় আছে......!!

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১২:২৩

তারছেড়া লিমন বলেছেন: ভাই রে সবই বাথরুমের অবদান................ :#) :#)

২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১২:৩০

ধ্রুবক আলো বলেছেন: এত কিছুর মাঝেও জীবন চলছে বেশ...... চলছে আর কই.!

ভাবনায় চিন্তার বিষয় আছে!

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:১৭

তারছেড়া লিমন বলেছেন: তবুও একটাই বলতে হয়..........এই বেশ ভালো আছি........

৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:১৩

Al Rajbari বলেছেন: বিজ্ঞানের গন্ধ পাচ্ছি -!!

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:১৮

তারছেড়া লিমন বলেছেন: কিছুটা রসায়ন আছে মনে হয়.............. ধন্যবাদ ........... ভালো থাকুন সবসময়।

৪| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: ভালই লাগলো পড়তে।। পড়ছি আর ভাবছি, কিন্তু সেই অথৈ সাগরে।।।
তবে হাইব্রিড দেশপ্রেমিক কথাটা পড়তে যেয়ে নিজের অজাান্তেই একটু হেসে ফেললাম।।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:১৯

তারছেড়া লিমন বলেছেন: নিজেক যাহা ভাবি তা বলে দিই.........ধন্যবাদ ........... ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.