![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
তখন ইন্টারমিডিয়েট পড়ি........বাংলা নিতেন আলফাজ স্যার।তো একদিন স্যার পড়াচ্ছেন হৈমন্তী।শয়তান হিসাবে আমার তখন যতকিন্চিত নাম আছে।স্যার এক পর্যায়ে প্রশ্ন করলেন হৈমন্তীর মৃত্যুর জন্য দায়ী কে? আর সবার অনুরোধের বাঁশঝাড় গিললাম আমি এই অধম । সবার একটাই উত্তর স্যার এর প্রশ্নের জবাব দিবে আকতার মানে এই অধম আমি ও সজ্ঞানে বললাম স্যার হৈমন্তীর মৃত্যুর জন্য এক মাত্র দায়ী রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার তো সেইরাম রেগে বললেন কিভাবে ? স-হাস্য বদনে কইলাম স্যার হৈমন্তী কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ...... হৈমন্তী কে গল্পের শেষে কে মেরেছে ? রবীন্দ্রনাথ ঠাকুর.........তাইলে স্যার যদি পুলিশ কেস হয় তাইলে ফাসবে কে ? রবীন্দ্রনাথ ঠাকুর না আমি .......পুরা ক্লাস তখন এক বাক্যে কইল রবীন্দ্রনাথ ঠাকুর........... স্যার রেগে পড়ানো বন্ধ করে দিলেন। কিন্তু একটু পরে স্যার যখন বুঝলেন আজ সবার মুড অন্যরকম তখন স্যার সুন্দর একটি গল্প বললেন আর আমরা সবাই মুগ্ধ নয়নে স্যার এর দিকে তাকিয়ে গল্প গিললাম।সবশেষে স্যার এর কাছথেকে মাফচেয়ে নিলাম।
আজ স্যার এর কথা খুব মনে পড়ছে ।
১০ ই জুন, ২০১৭ রাত ১০:৫১
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ ভাই...................
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৭ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক থাকলে সব ধরণের ফান সম্ভব।