নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

অহেতুক কৌতুক বিবাহীতদের জন্য (ব্যাচেলর গণ ও পড়তে পারেন)

১৫ ই জুন, ২০১৭ রাত ১০:২৪


#
একদিন ভগবান এক বিবাহিত লোকের মেমোরি পুরো ডিলিট করে দিলেন।
তারপর প্রশ্ন করলেন, "কি, কিছু মনে পড়ছে?"
লোকটি শুধু নিজের বৌ এর নাম বলতে পারল।
ভগবান তখন হাসতে হাসতে বললেন, "শালা, গোটা সিস্টেম ফরম্যাট করে দিলাম, তাও ভাইরাস রয়ে গেল।"

#
বিবাহিত ভাইদের প্রতি…
যদি মাঝ রাতে আপনার মন চায় আর আপনার বউয়ের
মুড না থাকে তবে বউ কে বিরক্ত না করে নিজেই
উঠে আপনার হাত দিয়ে চা বানিয়ে নিন।

#
পুলিশ এক মাতালকে ধরেছে
পুলিশঃ কোথায় যাচ্ছিস?
মাতালঃ মদ খাওয়া যে ক্ষতিকারক
তার সম্বন্ধে লেকচার শুনতে যাইতাছি..
পুলিশঃ এত রাত্রে কে লেকচার দিবে ?
মাতালঃ আমার বউ!

#
বল্টুঃ আন্টি মা এক কাপ
চিনি দিতে বলছে!!
আন্টিঃ চিনি দিয়ে,
হেসে বলল,
আচ্ছা আর কিছু বলছে??
বাচ্চাঃ বলছে,
হারামজাদি যদি না দেয়
তাইলে সুমি আন্টির কাছ
থাইকা নিয়া আসিস!!
#
প্রথম বন্ধু: প্রেমের বিয়ে আর পারিবারিক বিয়ের মধ্যে পার্থক্য কি?

দ্বিতীয় বন্ধু: তেমন কোন পার্থক্য নেই তবে প্রথমটি আত্মহত্যা আর পরেরটি ফাঁসি!!
#
স্ত্রীঃ বল তো, আমি সুন্দরী এটা কোন কাল?

স্বামীঃ অতীত কাল!
#
স্বামীঃ আজ মাছ রান্না হয়নি কেন?

স্ত্রীঃ মাছটাকে মারতেই পারলাম না।

স্বামীঃ কী ভাবে মারার চেষ্টা করছিলে?

স্ত্রীঃ পানিতে ডুবিয়ে!!
#
ছেলে: বাবা, ইডিয়ট কাকে বলে?
বাবা: ইডিয়ট হলো সেই সব বোকা ব্যক্তি যারা নিজেদের বক্তব্য এত বেশি প্রলম্বিত করে যে কেউ তার কথা বুঝতে পারে না। বুঝতে পেরেছ?
ছেলে: না।
#
ব্যাচেলররা বৈবাহিক জীবন সম্পর্কে বিবাহিতদের চেয়ে বেশি জানে, নইলে তারাও বিবাহিত হতো।
#

সকল পোষ্ট সংগৃহীত।। কোন ব্যক্তি চরিত্রের সাথে প‌্যাচ খাইলে লেখক কোনরুপ দায়ী নয়।।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ রাত ১১:৫৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কিঞ্চিত বিনোদন।দম ফাটানো কিছু চাই।

১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

তারছেড়া লিমন বলেছেন: পরের বার চেষ্টা করবো ভাই.................

২| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:০১

রায়হানুল এফ রাজ বলেছেন: মজা পেয়েছি।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০৮

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই..............

৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: ১টি বাদে, বাকিগুলো আজ পড়লাম। মজা পেলাম।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১২

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই..............

৪| ১৬ ই জুন, ২০১৭ রাত ২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: প্রথমটাই সবচেয়ে মজার।।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২১

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ আপু.............

৫| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেশির ভাগ প্রথম পড়লাম। B-)

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩২

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.