নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

মার্কেটিং বচন-৬

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৮


অসাধ্য কে সাধন করতে চান?
চরম মাত্রার অ-সামাজিক হতে চান?
গাধার মত পরিশ্রম করতে চান?
চরম মাত্রায় ক্লান্ত হতে চান?

তা হলে ভাবনা কেন!!

আজই যোগদান করুন
কোন কর্পোরেট বিপণনের দুনীয়ায়
আর হয়ে উঠুন বিক্রয় কর্মী
আপনাকে কিছু্‌ই করতে হবে না
যা করার ভগাই করবেন
ব্যাস বাকীটা ইতিহাস............


জীবনে বাঁশ(অবশ্যই কন্চি সহ) চর্চার অপর নাম মার্কেটিং।

অফটপিকঃ কিউরিয়াস মাইন্ড আবার প‌্যাচ খাইছে............ ছোট কালে সবাই কোন অংক বুঝাইতে বানরের তৈলাক্ত বাঁশে আরহনের কথা কইতো ....... আমার প্রশ্ন হইল বানর ব্যাটা কি আজ ও বাঁশের মাথায় ওঠার টেরাই মারছে না কি!!!!! আচ্ছা বাঁশের মধ্যে বরাবর যদি ফটা(ফাটা) থাকে তাইলে ব্যাটার বর্তমান অবস্থা কি?? ( প্রসঙ্গ বানর এবং তেলবাজ মানুষ উভয়ই এই প্রশ্নের আওতা ভূক্ত।।)

ইহা একটি তারছেড়া পরিবেশনা।।
ইহ জাগতিক কোন কিছুর সাথ নিজ দায়িত্বে মিলিয়ে নেবেন। লেখক কে কোন রূপ দোষারোপ করবেন না। সব আবালের দেশে লেখক ও একজন আবাল ,একজন মার্কেটিং এক্সিকিউটিভ।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মজা করে পড়লাম আর মুগ্ধ হইলাম লেখকের বিষয় বিবেচনায়।

তেলের ব্যবহারটা আসলেই খুব কঠিন একটি কাজ, সবাই পারেনা। তেলব্যবহারে পারদর্শী হতে পারলেই প্রিয় থাকা যায়!!
শুধু তেলবাজ না সঙ্গে তেলপ্রিয়'রা-ও নিপাত যাক।।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

তারছেড়া লিমন বলেছেন: তেল ছাড়া দুনীয়া চলে না......................অনেক ধন্যবাদ ভাই............

২| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

বিজন রয় বলেছেন: খারাপ না।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.