![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
একটা লম্বা শ্বাস নাও
কিছুক্ষন ভেবে দেখ
কতটা ভালবেসেছি।
চোখ বন্ধকরে দেখ
আনমনে ভেবে দেখ
একাকী কতটা মিছ করেছি।
পাশবালিশ, বিছানার চাদর, ঘুম বালিশকে শুধাও
কত রাত নির্ঘুম কেটেছে
দক্ষিন জানালার ধারে পথকে শুধাও
কতদিন তোমায় ভেবে
একাকী হেটেছি।
শুধু প্রশ্ন করো না তোমায়
কতটা ভালবেসেছি।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৯
তারছেড়া লিমন বলেছেন: অনেকদিন লেখা হয় না সেলিম ভাই................. পুরোনো টা শেয়ার দিলাম ফেবুর কল্যানে......
২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩
রাখালছেলে বলেছেন: এখন রাস্তা ভাল না । বান্দরবান থেকে রুমার রাস্তা খুবই খারাপ । কিছুদিন আগে দলিয়ানপাড়ার কাছে পাহাড় ভেঙ্গে রাস্তায় পড়ায় ৫-৬ জন মানুষ মারা গেছে । রুমা থেকে বগালেক পুরাটাই হাটতে হয় । বগালেক পৌছতে রাত ৮-১০ বাজে । বাকীটা আপনার উপর ।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩
তারছেড়া লিমন বলেছেন: হাঁটার জন্য বন্ধু ভালবাসার ইচ্ছে থাকা লাগে.............
৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬
রাখালছেলে বলেছেন: উপরের মন্তব্যের জন্য দু:খিত । মুছে দিয়েন। ভালবাসার কবিতা ভাল হয়েছে । পাশ বালিশ ও মিস হওয়া উচিত ।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫০
তারছেড়া লিমন বলেছেন:
৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৬
ঘাসফুলে প্রজাপতি বলেছেন: ভাই কবিতা ভালো লিখেন.
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১২
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই....................
৫| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য!
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১২
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই....................
৬| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪
বিজন রয় বলেছেন: হা হা হা ............ কবিতা কত বিচিত্র হতে পারে।
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১২
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই....................
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রেমের কবিতা ।