![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
তবে এসো চুক্তি করে ফেলি
কে কতটা একাকীত্বে ভুগতে পারে।
ভালবেসে অশ্বথ হতে চেয়েছি
পারিনি
হয়েছি ঘাসের ডগায় এক বিন্দু শিশির
তোমার রোদের ছটায় মুক্তোর বিকিরন ঘটায়
তোমাতেই পুড়ে হই বিলীন।
তবে এসো চুক্তি করে ফেলি
তুমি মেঘ হয়ে থেকো
আমি হব আকাশ
অভিমানে বৃষ্টি হয়ে ঝর।
তবে এসো চুক্তি করে ফেলি
ভালবেসে তুমি হও সংসারী
আর আমি, কবি।।
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই...................
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: ভালবেসে তুমি হও সংসারী
আর আমি, কবি।।
দারুণ