নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

সম-সাময়িক ভাবনা...........যে যা বুঝে............

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১


# কোন এক ব্যক্তি বিশেষ কে কহিলাম" জনাব, আমি বর্ডার এলাকায় আছি,ফোনের নেটওয়ার্ক সমস্যা থাকার কারনে আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে" তিনি কটাক্ষ করিয়া কহিলেন," আমি কি আপনাকে ইন্ডিয়ার নম্বারে ফোন দিব?"
মাঝে মাঝে মুনে যা কয় তা কয়-ই। শালা, গান্জা আমিই খায় ; না আমার বুদ্ধিহিবিজিবী বুন্ধু বর্গ দম দেয় মাথায় আসে না। বাবা লালন এদের শুধু গন্জিকা সেবনই শিখাইলা ভাবার্থ শিখাইতারলানা।।।

# কাঁটা চামচ দিয়ে মুড়ি খাওয়ার ইনোভেটিভ আইডিয়া
কবি বলেছেন ইতিহাস সবাই সৃষ্টি করতে পারে না রে মমিন!!
কাঁটা চামচ দিয়ে মুড়ি খেতে গেলে বারবার পড়ে যায় , আবার চেষ্টা করা লাগে ইহা ধৈর্য শক্তি বৃদ্ধি করে। সহজে সবার দৃষ্টি আকর্ষন করা যায়, যথার্থ তৈল মর্দণ না করিয়া ও আলোচনার শীর্ষে আসা যায়। ইহা শেখায় ফেইলিয়র পিলার কে শক্ত করে। কবি বলেছেন জীবনে সব কিছু নেগেটিভলি নাও বাকী সব আপনাপনি পজেটিভ হয়ে যাবে। এইচ আই ভি থেকে সাবধান!! কবি আর ও বলেছেন কর্ম করে যাও ফলের চিন্তা করিও না ( সাবধান বউ এবং গার্ল ফ্রেন্ড থেকে) সফলতা আসবেই। কেউ স্বপ্ন দেখায় ইনচার্জ হবার আবার কেউ বলে ইনচার্জ তো দূরের কথা সিনিয়রও হইতারবা না.......... সোজা উত্তর যদি প্রতিষ্ঠানের মালিক হই তাইলে?? কেহ বলে নিজের প্রতিষ্ঠান ভাব আবার কেহ বলে শালা বেইমানী করছো ................. সোজা কথার সোজা উত্তর বুঝেছি কোমরে চর্বি জমেছে এখন ভাত ও শুদ্ধ ঊচ্চারণে ভেত হয় আর লবণ হয় রবন।। সবই কলিকাল!! শুধু বুঝেছি প্রভু ভক্ত কুকুর হইতারবো না, সস্তা দরে শ্রম বিক্রি করতে এসেছি স্বত্বা কে নয়। কোন শালার ক্ষমতা নেই আমার স্বত্বা কে ক্রয় করার। আমি শালা নারদের মত কাটি মেরেই যাব যদি কারও জ্বালা ধরে তবে স-সম্মানে আনফ্রেন্ড সহ ব্লক করবেন নিজ দায়িত্বে।আমি আমাকে বদলাতে পারবো না এইটাই আমার ক্ষমতা এইটাই আমার স্বত্বা।।


ফটোকঃ গুগোল মামু কতৃক প্রাপ্ত।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: আমার আমিত্বই আমার কাছে প্রিয়।। জন্মের পর থেকে একে লালন করে আসছি, নানান রূপে, নানান ভাবে।।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.