![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
শুধু একটু মানিয়ে চলার প্রবণতা
ঘুমথেকে উঠুন সকালের নাস্তায় গরম ভাতের সাথে একটু আলু ভর্তা আর ডাল খেতে ইচ্ছা করছে কিন্তু কপালে আছে আগের রাতের অবশিষ্ট ভাতের সাথে পানি মিশিয়ে পান্তা করা কি আর করা একটু মানিয়ে নিন অমৃত সম খাবার একটু পেয়াজ কুচি আর কাঁচা মরিচ ডলে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে কোন মতে অফিস গমন। বসের অনাকাঙ্খিত প্রগৈতিহাসিক ভাষন , কাজের চাপ .......... নাহ...... একটু মানিয়ে নিন ....... সামনে ইনক্রিমেন্ট (এবার ভাল হবেই......)। দুপুরে কোন মতে পেটে কিছু চালান করে যখন ভাবি জীবনটা কিছু অবশিষ্ট আছে .......... বসের ফোন আবার কিছু বাচনিক অভিব্যক্তি............ একটু মানিয়ে নিন বেলা তো শেষ হয়ে এলো আজকের মত হয়তো আর কিছু হবে না । দিন শেষে ক্লান্ত পায়ে বাসায় ফিরে একটু বিছানায় শরীরর এলিয়ে আয়েশ করে বউকে ফোন দিই , তার মিষ্টি কথায় সারাদিনের ক্লান্তি দুর হবে দূর পরবাশিনির কথার সুর ড্রামের শব্দ মনে হয় কি আর করার একটু মানিয়ে নিন সে ও তো প্রতিক্ষায় থেকে ক্লান্ত বাশির সুর তো আশা করা যায় না। কোন মতে রান্না চাপিয়ে গরম ভাতে একটু মাছের ঝোল যদি জুটে মন্দ হয় না ......... না হলে একটু মানিয়ে নিন সামনে তো বেতন বাড়ছেই। অবশেষে ক্লান্ত চোখে শান্তির ঘুম , ছেড়া মশারী সাথে মশার গুনগুন শব্দ একটু মানিয়ে নিন মশক নিধন অভিযান শুরু হবে তখন ঘুমের সমস্যা হবে না আর বেতন বাড়লে না হয় একটা নতুন মশারী কিনে নেয়া যাবে। সংসার বাড়বে ,বয়স বাড়বে , নতুনরা বেশি বেতনে আসবে, সবার উন্নতি হবে , বস থেকে বউ সবাই নিজেরটা বুঝবে ...........আপনি শুধু একটু মানিয়ে নিন .............জীবন দর্শন পরিবর্তন হয়ে যাবে।।।.........
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৮
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই................
২| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৫:০৯
হাফিজ বিন শামসী বলেছেন:
হুম, মানিয়েই নিতে হয়।তা না হলে কষ্ট আরো বেড়ে যায়।
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৮
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই................
৩| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৭
মিরোরডডল বলেছেন: দুঃখজনক কিন্তু সত্যি
life is all about compromises and adjustment
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৯
তারছেড়া লিমন বলেছেন: কষ্ট হলেও একটু মানিয়ে নিন................অনেক ধন্যবাদ ভাই................
৪| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৭
খাঁজা বাবা বলেছেন: মানিয়ে নিন
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩০
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই................
৫| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮
মিঠু পারভেজ বলেছেন: মানিয়ে নিতে শিখছি রোজ রোজ!!
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩০
তারছেড়া লিমন বলেছেন: কষ্ট হলেও একটু মানিয়ে নিন................অনেক ধন্যবাদ ভাই.......
৬| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: ্মানিয়ে নিতে নিতে পিঠ এখন মাটিতে ঠেকে গেছে। সবাই মাড়িয়ে যাচ্ছে।
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩১
তারছেড়া লিমন বলেছেন: তবুও তো কিছু বাকি থেকে যায়..................অনেক ধন্যবাদ ভাই.......
৭| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানিয়েই তো নিচ্ছি। তাইতো এখন কোন অন্যায়কেই আর অন্যায় মনে হয়না ।
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩২
তারছেড়া লিমন বলেছেন: আমি কীরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ
এই কী মানুষজন্ম? নাকি শেষ
পরোহিত-কঙ্কালের পাশা খেলা! প্রতি সন্ধ্যেবেলা
আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা
করে রক্ত; আমি মানুষের পায়ের পায়ের কাছে কুকুর হয়ে বসে
থাকি-তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। আমি আক্রোশে
হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি,
মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে; খাঁটি...............সুনীল গঙ্গোপাধ্যায়।।
অনেক ধন্যবাদ ভাই.......
৮| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫
আকিব হাসান জাভেদ বলেছেন: সব পাড়ি শুধু মানিয়ে নেওয়াটাই আমার হয় না । মানতে গেলেই যত সব ব্যাথা যন্ত্রণা।
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৩
তারছেড়া লিমন বলেছেন: কষ্ট হলেও একটু মানিয়ে নিন................অনেক ধন্যবাদ ভাই....
৯| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৪
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই.....
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার সব অভিব্যাক্তি....................... মানিয়ে নিয়েই আছি, এইতো....।