![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
একটি মধ্যবিত্ত মানের মন নিয়েই
সকাল সন্ধে তোমার বাড়ির আঙিনায়
না মনে হয় ভুল বলে ফেললাম
রাস্তার মোড়ে চায়ের দোকানে
শুধুই তোমার অপেক্ষা করেছি।
শারদ সন্ধেই যখন ঢাকের ঝংকার
মেতে উঠতো পূজোর মন্ডপ
আমি অপেক্ষা করেছি
তুমি আসবে আটপৌড়ে শাড়িতে
কপালে লাল টিপ আর লাল চুড়ি হাতে।
সাহস করে কখনো বলা হয়নি ভালবাসি
শুধু অনুসরন করেছি।
আসলে মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি
দু-বেলা দু-মুঠো ডালভাত জোগার করতে
বাবাকে হন্য হয়ে পরিশ্রম করতে দেখেছি
কোন পার্বনে সন্তানদের মুখে হাসি ফোটানোর
আপ্রান চেষ্টা করতে দেখেছি
দেখিনি কখনো কোন দামি পোষাক ব্যবহার করতে
মাকে বলতে শুনেছি আমার আছে ওদের দাও
যখন বুঝতে শিখেছি তখন থেকে
ওসব আমার কাছে বিলাসিতা।
তাই ঘটা করে শরৎ বিকেলে
কাশফুল দেখা হয়না
উৎসব আমেজ আমাকে টানে না
তাই আন্তরিক ভাবে দুঃখিত মেয়ে
তোমাকে ঘটা করে ভালবাসি বলতে পারছিনা
আর শারদীয় শুভেচ্ছা নাই বা দিলাম
জানোইতো মনটা আজও মধ্যবিত্তই থেকে গেছে।।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২২
না মানুষী জমিন বলেছেন: মধ্যবিত্ত হওয়ার অনেক জ্বালা। পেয়েও না পাওয়ার বেদনা।
ভালো লাগলো অনুভূতি গুলো।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৯
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: মোটেও অগোছালো নয়।
০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮
সনেট কবি বলেছেন: বেশ
০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
৫| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪৯
ফড়িং-অনু বলেছেন: মন ছুয়ে গেলো।
০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
৬| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১০
সুদীপ কুমার বলেছেন: মধ্যবিত্ত বৃত্তের মাঝে বন্দী।
সুন্দর অনুভূতি।
ভালোলাগা জানালাম।