নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

মার্কেটিং বচন-৮

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১১




দোস্ত মেরে বুজুর্গ সেই বহুত কাল আগের কথা, যখন মার্কেটিং বচন নামা অপ্রকাশিত আকারে প্রকাশ ঘটিয়াছিল। যাহার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করিয়া কিছু চাপাবাজ,বাচাল,মিথ্যুক ,বাটপার শ্রেনীর ব্যক্তি অকালে পরিপক্কতা লাভ করিয়া যৎকিঞ্চিত যশ খ্যাতি অর্জন করিয়াছে।আমি অদ্য তাহাদের প্রশংসা না করিয়া নিজের বাটপারির কিছু নমুনা উপস্থাপন করিব।
১) নিজের ঢোল নিজে পেটান:
জগৎ সংসারে কেহ আপনার ঢোল পেটাইবে না তাই নিজের ঢোল নিজে পেটান।
২) তৈল মর্দন করুন:
বস কিংবা বউ সুস্থ থাকিতে চাইলে তেলের ডিব্বা খুলিয়া বসুন। বসের শার্টের বোতাম থেকে শুরু করে তার দৈনন্দিন কাজের প্রশংসা করুন মনে রাখবেন কর্মক্ষেত্রে বস বাপের চেয়ে বেশি কিছু (এটা বস কে বিশ্বাস করান)......... তাইলে প্রমোশন পাক্কা। বউয়ের কাছে শ্বশুর বাড়ির সকলের প্রশংসা করুন বউ খুশি তো আপনেও খুশি।
৩)সব কিছু পজেটিভলি নিন:
বস এবং বউ এর সব কিছু পজেটিভলি নিন । জানেন তো বস সব সময়ই ঠিক।
৪)প্রতিভা প্রশমন করুন:
নিজে গাধা হউন অন্যকে গাধা হতে উৎসাহ দিন।।মানুষের প্রতিভা এবং চুলকানী থামাইয়া রাখন যায় না!
৫) ভাল শ্রোতা হউন:
বস যা বলে মন দিয়ে শুনুন। জানেন তো অন্যের স্বপ্নকে বাঁশ দিয়ে নিজের আখের গোছানোর প্রকৃত পন্থায় হল উত্তম বীপনণ কৌশল।ভাল শ্রোতা হউন।।

অফটপিকঃ বউকে বেশি বেশি করিয়া প্রশংসা মূলক বাক্য শ্রবন করান সংসারে শান্তি আনয়ন করুন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: আপনি যা লিখেছেন- সব সত্য।
বাস্তব এরকমই।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

তারছেড়া লিমন বলেছেন: ;) ;) ;) ;) ;) নিজে এই করি তো তাই.......... অনেক ধন্যবাদ ভাই.।।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩

ফেনা বলেছেন: অতি চমতকার বলেছেন।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১২

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই.।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.